ক্যানসার মানেই আতঙ্ক৷ আর এই ক্যানসারকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা গবেষণায় মিলল বিরাট সাফল্য। এক নতুন ধরনের 'সুপার ভ্যাকসিন' আবিষ্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এটি প্রাথমিক পরীক্ষায় ক্যানসারকে শরীরে ছড়িয়ে পড়তে বা 'মেটাস্টেসিস' ঘটাতে সম্পূর্ণভাবে রুখে দিয়েছে। এই যুগান্তকারী আবিষ্কার জনসাধারণের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে।
2
8
১) ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়৷ প্রথম ধাপের পরীক্ষায় দেখা গিয়েছে, এই প্রতিষেধক ক্যানসার কোষকে শুধু দমিয়েই রাখেনি, কিছু ক্ষেত্রে টিউমারকে কমিয়ে দিতে বা পুরোপুরি মিলিয়ে দিতেও সক্ষম।
3
8
২) বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই টিকাটি ক্যানসার হওয়া আটকানোর ক্ষেত্রেও দারুণ কার্যকর। টিকা নেওয়া ইঁদুরদের প্রায় ৮০ শতাংশই ২৫০ দিনেরও বেশি সময় ধরে ক্যানসারমুক্ত ছিল। অথচ, টিকা না নেওয়া ইঁদুরগুলো ৩৫ দিনের মধ্যেই মারা যায়।
4
8
৩) এটি সাধারণ টিকার মতো নয়। এই প্রতিষেধকটি 'ন্যানোপার্টিকেল' ভিত্তিক। এটি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমিউন সিস্টেম) এমনভাবে শিখিয়ে দেয়, যাতে তারা ক্যানসারের অস্বাভাবিক কোষগুলোকে চিনতে পারে এবং রোগ শুরু হওয়ার আগেই তাদের ধ্বংস করে দেয়।
5
8
৪) প্রাথমিক ফলে দেখা গিয়েছে, এটি তিনটি অত্যন্ত আক্রমণাত্মক ক্যানসারের বিরুদ্ধে কার্যকর - মেলানোমা (ত্বকের ক্যানসার), অগ্ন্যাশয়ের ক্যানসার এবং ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যানসার।
6
8
৫) এই মুহূর্তে গবেষণাটি কেবলমাত্র পরীক্ষাগারের 'প্রাক-ক্লিনিক্যাল' পর্যায়ে রয়েছে। মানুষের ওপর এর পরীক্ষা শুরু হতে এখনও বেশ কয়েক বছর সময় লাগবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী।
7
8
৬) এই টিকার সবচেয়ে বড় সাফল্য হল, এটি ক্যানসারকে শরীরের অন্য অংশে, বিশেষ করে ফুসফুসে ছড়িয়ে পড়া (মেটাস্টেসিস) পুরোপুরি বন্ধ করে দিতে পেরেছে। ক্যানসার চিকিৎসায় এটিই ছিল সবচেয়ে বড় বাধা।
8
8
বর্তমানে এই গবেষণা ভবিষ্যতে ক্যানসার চিকিৎসার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।