আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এই লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু চোট ছিটকে দিল এই অফস্পিনারকে। মঙ্গলবার এক বিবৃতিতে অশ্বিন জানিয়েছেন, অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট লেগেছে। তাই আসন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন না। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাদাব খানের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে হত অশ্বিনকে।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিন আগেই অবসর নিয়েছেন। বেশ কিছুদিন আগে আইপিএল থেকেও অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তারপর নাম দেন বিগ ব্যাশের নিলামে। সেখানে অবশ্য অবিক্রিত ছিলেন তারকা স্পিনার। পরে তাঁকে সই করায় সিডনি থান্ডার। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিগ ব্যাশে খেলতে দেখা যেত অশ্বিনকে, বিগ ব্যাশের প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে।


কিন্তু চোটটাই সব শেষ করে দিল। ইনস্টাগ্রামে অশ্বিন পোস্ট করেছেন, ‘চেন্নাইয়ে অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পাই, তাই আসন্ন বিগ ব্যাশে আর খেলা হচ্ছে না। আমি যখন প্রথমবার সিডনি থান্ডারের সকলের সঙ্গে কথা বলি, তখনই দলের সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কর্তাদের তরফে খুব ভাল লেগেছিল। একটাও বল না করেই মনে হয়েছিল, আমি যেন নিজের বাড়িতে রয়েছি।’‌ 


তবে নিজে খেলতে না পারলেও সিডনি থান্ডারের পুরুষ এবং মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন অশ্বিন। সুস্থ হয়ে তিনি দলের সদস্যদের সঙ্গে দেখা করতে চান বলে ইচ্ছাপ্রকাশও করেছেন।