অতীশ সেন, ডুয়ার্স: যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার? ট্রেন থামিয়ে তল্লাশি হতেই পাওয়া গেল ১৯টি মহিষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ জলপাইগুড়ি জেলার বানারহাট স্টেশনে। জানা গিয়েছে বানারহাটের বজরং দল ও শ্রীরাম সেনার সদস্যরা খবর পান ০৫৬১৫ উদয়পুর–গুয়াহাটি সামার স্পেশাল ট্রেনে বেশ কিছু গরু ও মহিষ পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই তারা বানারহাট স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জানান। তারা বিষয়টি ডি.আর.এম আলিপুরদুয়ার এর নজরেও আনেন। এর পরেই রেলের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। ট্রেনটির বানারহাটে স্টপেজ না থাকলেও সেটিকে ২ মিনট দাঁড় করানোর জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। ট্রেনটি বানারহাটে থামার পর, যে কোচে গবাদি পশু পাচার করার সন্দেহ ছিল, সেটি খোলা হলে সেখানে ১৯টি মহিষ পাওয়া যায়। এরপরই শুরু হয়েছে জোর বিতর্ক। ট্রেনের সেই কোচে দু’জন উপস্থিত ছিলেন। তারা মহিষ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও তা কতটা সঠিক সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ট্রেনে মহিষ থাকার বিষয়টি ট্রেনের গার্ড জানলেও ঠিক কতগুলো মহিষ ছিল তা গার্ড জানতেন না বলে দাবি করেছেন। জানা গেছে মহিষগুলি উত্তরপ্রদেশের আগ্রা স্টেশন থেকে ট্রেনে তোলা হয়।
