আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) কাজের চাপে ফের আত্মঘাতী বিএলও, অভিযোগ তেমনটাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর এলাকায় ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বিএলও-র নাম হামিমুল ইসলাম(৪৭)।
শনিবার রাত ১১ টা নাগাদ মৃত হামিমুলের দেহ তাঁর কর্মক্ষেত্র পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় । মৃতের পরিবারের দাবি এসআইআর-এর অত্যাধিক কাজের চাপ সহ্য করতে না পেরে হামিমুল গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
রানিতলা থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । হামিমুল স্থানীয় খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর গ্রামের একটি বুথে বিএলও হিসেবে কর্তব্যরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিনের মত শনিবার সকালে হামিমুল নিজের স্কুলে ক্লাস নিতে গিয়েছিলেন। প্রত্যেকদিন বিকেল ৩-৪ টে নাগাদ ওই ব্যক্তি নিজের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে আসতেন। কিন্তু শনিবার সময় মত বাড়ি ফিরে না আসায় তাঁর পরিবারের লোকেরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
রাত এগারোটা নাগাদ কৃষ্ণপুর বয়েজ স্কুলের একটি ঘরে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
মৃত ওই বিএলও-র দাদা ফরমান উল কালাম বলেন," শনিবার আমার ভাই সময়মতো স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় বিকাল থেকেই আমরা তাঁর জন্য বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করি। রাত বাড়লে আমাদের পরিবারের এক সদস্য রানিতলা থানার এক সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে ভাইয়ের খোঁজে তাঁর কর্মস্থল কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটি ঘরের মধ্যে আমার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আমাদের অনুমান জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর-এর কাজ সম্পূর্ণ করার জন্য তাঁর উপর যেভাবে চাপ দেওয়া হচ্ছিল তা সহ্য করতে না পেরেই আমার ভাই হামিমুল আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। "
ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার বলেন,"বিজেপির চাপে জাতীয় নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর-এর কাজ শেষ করতে চাইছে। সেই কারণে প্রত্যেক বিএলও-র উপর অত্যাধিক কাজের চাপ রয়েছে ।সেই চাপ নেওয়ার ক্ষমতা সকলের নেই। "
তিনি বলেন," মৃত ওই বিএলও-র পরিবারের সদস্য এবং তাঁর কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি হামিমুলের উপর এসআইআর-এর কাজের জন্য অত্যাধিক চাপ ছিল। ওই ব্যক্তিকে দিয়ে যেভাবে 'ম্যাপিং' এবং 'আনম্যাপিং'- এর কাজ করানো হচ্ছিল তা তিনি নিতে পারেননি ।সেই কারণে আত্মহত্যার মত চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। আমরা নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানাই। তাদের জন্যই একের পর এক নিরীহ মানুষ এবং বিএলও-দের অকালে প্রাণ যাচ্ছে। "
