প্রশান্তের মতোই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সন্দীপ! মাত্র ২৯-এই সুরেলা কণ্ঠ থামে ইন্ডিয়ান আইডল ২ বিজয়ীর
নিজস্ব সংবাদদাতা
১১ জানুয়ারি ২০২৬ ১৪ : ৫৪
শেয়ার করুন
1
6
মাত্র ৪৩-এ প্রয়াত প্রশান্ত তামাং। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইন্ডিয়ান আইডল ৩-এর বিজয়ী। বহু বছর আগে এভাবেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন আরও একজন। সন্দীপ আচার্য। ইন্ডিয়ান আইডল ২-এ জয়ীর শিরোপা পেয়েছিলেন তরুণ গায়ক। কিন্তু অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় তাঁকে।
2
6
২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজন জিতে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেছিলেন সন্দীপ। রাজস্থানের বাসিন্দা এই তরুণ গায়কের কণ্ঠের জাদু মুগ্ধ করেছিল বহু সঙ্গীতপ্রেমীকে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাঁর যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৩ সালের ডিসেম্বর মাসে মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত হন সন্দীপ। প্রায় দু’সপ্তাহ ধরে জন্ডিসে ভোগার পরই তাঁর মৃত্যু হয়।
3
6
ইন্ডিয়ান আইডল জয়ের সময় সন্দীপের বয়স ছিল মাত্র ২২ বছর। প্রতিযোগিতার প্রতিটি পর্বেই প্রায় নিয়মিত ভাবে বিচারকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি, যা তাঁকে অন্য প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলেছিল। সেই সিজনের বিচারকের আসনে ছিলেন ফারাহ খান, অনু মালিক ও সোনু নিগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী মিনি মাথুর।
4
6
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চার ভাইবোনের মধ্যে সন্দীপ ছিলেন সবচেয়ে ছোট। পড়াশোনাতেও তিনি মেধাবী ছিলেন। তবে খুব অল্প বয়স থেকেই সঙ্গীতের প্রতি তাঁর ঝোঁক স্পষ্ট হয়ে ওঠে। ছোটখাটো একাধিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরই তিনি ইন্ডিয়ান আইডলের মঞ্চে পা রাখেন।
5
6
ইন্ডিয়ান আইডল জয়ের পর সন্দীপ প্রকাশ করেন তাঁর প্রথম অ্যালবাম ‘মেরে সাথ সারা জাহাঁ’। পরবর্তী অ্যালবাম ‘ও সনম তেরে বিনা’ মুক্তির প্রস্তুতি চলছিল, ঠিক সেই সময়ই তিনি জন্ডিসে আক্রান্ত হন। অকালমৃত্যুর ফলে অসম্পূর্ণ থেকেই যায় তাঁর সেই স্বপ্ন।
6
6
মৃত্যুকালে সন্দীপ আচার্য রেখে গিয়েছেন তাঁর স্ত্রী ও এক কন্যাসন্তানকে। অল্প বয়সেই ঝরে যাওয়া এই প্রতিভাবান গায়ক আজও ইন্ডিয়ান আইডলের ইতিহাসে এক আবেগঘন অধ্যায় হয়ে রয়ে গিয়েছেন।