আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে বহরমপুর থানার বানজেটিয়া এলাকায় একটি লজের বন্ধ ঘরের মধ্যে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ মুকাদ্দাস আলি। তাঁর বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙা থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির স্ত্রী বা সন্তান কেউ নেই। তিনি ব্যবসার সূত্রে মাসিক ভাড়াতে বানজেটিয়া-র ওই লজে থাকতেন। লজের মালিক আব্দুস সালাম বলেন," দু"দিন আগে মুকাদ্দাস আলির সঙ্গে শেষবার কথা হয়েছিল। তারপর দু"দিন লজে আসিনি। সকালে লজের কর্মীরা খবর দেন মুকাদ্দাস আলির ঘর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। বেশ কয়েকবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে বহরমপুর থানাতে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মুকাদ্দাস আলির দেহ উদ্ধার করে।"
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দিন দুই আগেই ওই ব্যক্তি ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেহটি পচন ধরতে শুরু করেছিল। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির স্ত্রী বা সন্তান কেউ নেই। তিনি ব্যবসার সূত্রে মাসিক ভাড়াতে বানজেটিয়া-র ওই লজে থাকতেন। লজের মালিক আব্দুস সালাম বলেন," দু"দিন আগে মুকাদ্দাস আলির সঙ্গে শেষবার কথা হয়েছিল। তারপর দু"দিন লজে আসিনি। সকালে লজের কর্মীরা খবর দেন মুকাদ্দাস আলির ঘর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। বেশ কয়েকবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে বহরমপুর থানাতে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মুকাদ্দাস আলির দেহ উদ্ধার করে।"
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দিন দুই আগেই ওই ব্যক্তি ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেহটি পচন ধরতে শুরু করেছিল। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
