আজকাল ওয়েবডেস্ক: কাটোয়ায় পর এবার বেলদা। ফের বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম। পশ্চিম মেদিনীপুরের বেলদার কুলাশেনী গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে শুক্রবার। বিস্ফোরণের তীব্রতায় পরিত্যক্ত বাড়িটির চাল উড়ে যায়। এই দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। কীভাবে বিস্ফোরণ ঘটল পরিত্যক্ত বাড়িটিতে? কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কাটোয়ায় পর পর বোমা বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।ওই দিন রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে পরপর দু’টি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এক জনের মৃত্যু হয়। বোমা বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শেখ তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। আহতরা সবাই রাজৌয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশের প্রাথমিক অনুমান ছিল, তুফান ওই গ্রামের বাসিন্দা মৃত লম্বু শেখের পরিত্যক্ত একটি মাটির বাড়িতে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলি কী ছিল, কোথা থেকে সেগুলি আনা হয়েছিল, তুফানের সঙ্গে আর কে বা কারা যুক্ত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কিত রাজৌয়া গ্রামের বাসিন্দারা। অনেকেই রাতেই গ্রাম ছেড়ে আত্মীয়দের বাড়িতে চলে যান।
আরও পড়ুন: নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়: কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
