আজকাল ওয়েবডেস্ক: বন্যা বিধ্বস্ত ঘাটালে বিভিন্ন পঞ্চায়েতের রাস্তাঘাট জলমগ্ন। জল কমলেও নাজেহাল হয়ে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বন্ধুদের নিয়ে জল থইথই কোমর জলে বসে মদ্যপান করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

জানা গিয়েছে, ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক কোমর সমান জলের মাঝখানে বসে রয়েছেন। তাঁর দুই পাশে বসে রয়েছেন তাঁর দুই বন্ধু। তাঁদেরকে নিয়েই খোশ মেজাজে মদ্যপান করছেন তিনি। মদ্যপান করতে করতে আবার‌ তাঁকে বিজেপি নেতাদের নাম করে জয়ধ্বনি দিতেও শোনা যাচ্ছে। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ঘটনা প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক জানিয়েছেন, এই ভিডিও অনেক পুরনো। কোনও কারণে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, যে রাজ্যের সরকার বলছে মদ খাও, সিগারেট খাও সেই রাজ্যের জনগণ তো এগুলোই শিক্ষা পাবে।

 

আরও পড়ুন:‌ নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতীতে উল্টে পড়ল গাড়ি, মুহূর্তের মধ্যে তলিয়েও গেল, চার কলেজ পড়ুয়ার যা পরিণতি হল

 অন্যদিকে ভাইরাল ভিডিওর তীব্র নিন্দা করেছে তৃণমূল। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, এটা হচ্ছে বিজেপির চরিত্র। বিজেপি মানুষের সঙ্গে নেই। কিন্তু নেশার ঘোরে যেসব কথা বলেছে যেন দেব কিছুই করেননি। বিজেপি মাস্টার প্ল্যান করছে। অথচ বিজেপির কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে মাস্টার প্ল্যানের কোনও টাকা দেবে না। বিজেপি পঞ্চায়েত সদস্য নেশার ঘরে মিথ্যে কথা বলছে। আবার বিজেপির কেউ নেশা না করেও মিথ্যে কথা বলছে। এদের দু’‌পক্ষই আমাদের কাছে সমান। এই ঘটনার আমরা নিন্দা করছি।

তবে এটা ঘটনা, ঘাটালের বন্যা রাজ্যে একটি পুরনো ইস্যু। বন্যায় যেমন ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে পাশাপাশি দেখা যায় সাপের উপদ্রব। স্থানীয় প্রশাসনের তরফে এই এলাকায় সাপ ধরার জন্য লোক নিয়োগ করতে হয়। তাও সাপের কামড়ের মতো ঘটনা ঘটে। বন্যার মোকাবিলায় ‘‌ঘাটাল মাস্টার প্ল্যান’‌ তৈরির কথা ঘোষণা হলেও এখনও সেই প্ল্যান কার্যকরী হওয়া শুরু হয়নি। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তরফে এবিষয়ে টাকার জন্য বারবার দরবার করা হলেও অভিযোগ উঠেছে কেন্দ্র এবিষয়ে উদাসীন। এই পরিকল্পনা রূপায়ণের জন্য যে জমি দরকার তা নিয়ে তৈরি হয়েছে জট। এমনকী রাজ্য সরকারের তরফে বাজার থেকে বেশি মূল্য দিয়ে জমি কেনার কথা বলা হলেও জমি সমস্যার সমাধান করা যায়নি। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে সেই সময় ঘাটালের সাংসদ দেব জানিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা। এটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এবং সে কথা রেখেছেন।