আজকাল ওয়েবডেস্ক: আলোর উৎসবে পরপর একাধিক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তোলপাড় বাংলা। আলিপুরদুয়ার, মুর্শিদাবাদের পর এবার বর্ধমান। আবারও খাবারের লোভ দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করা হল। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ধৃতের নাম, অনিল দাস। ওইদিন অনিলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল নাবালিকা। আচমকা তাকে ঘরের মধ্যে ডাকে সে। পরিচিত হওয়ায় ছুটে অনিলের ঘরে যায় নাবালিকা। এরপর খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে রান্নাঘরে ডেকে নিয়ে যায় সে। তখনই নাবালিকাকে ধর্ষণ করে প্রৌঢ়। বাইরে এই ঘটনার কথা জানালে, আরও অত্যাচারের হুমকি পর্যন্ত দেয় সে।
কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেও, সেই রাতে কাউকে কিছু জানায়নি নাবালিকা। শনিবার থেকে সে যৌনাঙ্গে ব্যথা অনুভব করে। এরপর মা'কে জানায় ঘটনাটি। পরিবারের তরফে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয় বর্ধমান থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে রবিবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে নাবালিকা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কালীপুজোর আবহে আলিপুরদুয়ারের ফালাকাটা, কুমারগ্রাম এবং মুর্শিদাবাদের ডোমকলে তিন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। সবক্ষেত্রেই খাবার, চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।
