আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা‌ জেলার কাকদ্বীপে শুরু হয়ে গেল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল, সাংসদ (মথুরাপুর) বাপি হালদার, জেলাশাসক শ্রী সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলা আরক্ষাধ্যক্ষ কোটেশ্বর রাও, বিধায়ক (কাকদ্বীপ), সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালী মন্টুরাম পাখিরা, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সৌমেন পাল, সুমিতা দে, অপর অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 


দক্ষিণ ২৪ পরগনায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত হয় হয় বাংলা মোদের গর্ব। বাংলার শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।