অতীশ সেন, ডুয়ার্স : কালীপূজার ছুটি শেষে শুক্রবার সকালে চা বাগানের কাজে যোগদান করতে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু বাগান পরিচালন কর্তৃপক্ষের কাউকে দেখতে না পেয়ে বাগান বন্ধের আশঙ্কায় থানার গেটে বসে দীর্ঘ সময় বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। ঘটনাটি বানারহাটের দেবপাড়া চা বাগানের। যদিও প্রায় চার ঘন্টা বিক্ষোভ চলার পর থানার আই.সি"র আশ্বাসে শ্রমিকরা এদিনের মতো বিক্ষোভ তুলে নিলেও তারা জানিয়ে গেলেন পরিচালন কর্তৃপক্ষ বাগানে ফিরে না এলে এবং তাদের বকেয়া মজুরি তিন দিনের মধ্যে না পেলে সোমবার থেকে জাতীয় সড়ক অবরোধ করে তারা ফের বিক্ষোভ দেখাবেন। বাগানের শ্রমিকেরা আরও জানান, এই বছরেই তিনবার দেবপাড়া চা বাগানে অচলাবস্থা তৈরি হয়েছে। শেষবার মে মাসের ৬ তারিখ দেবপাড়া চা বাগানের পরিচালন কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছিল। দেড় মাস বন্ধ থাকার পর ১৬ জুন জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের অফিসে অনুষ্ঠিত চতুর্থ ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল বাগানের শ্রমিকদের বকেয়া জুন মাসেই মিটিয়ে দেবে বাগান কর্তৃপক্ষ। বৈঠকে বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটির সমস্যার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। চুক্তি অনুযায়ী বাগান পরিচালন কর্তৃপক্ষ বাগানে ফিরে এলেও বকেয়া টাকা মেটানোর বিষয়ে কোনও পদক্ষেপ তারা না করায় শ্রমিকরা কাজে যোগ দেননি। এরপর বানারহাট থানার পুলিশ আধিকারিকদের মধ্যস্ততায় চা বাগানে পুনরায় কাজ শুরু করে শ্রমিকেরা। যদিও তাদের বকেয়া বেতন এখনও বাগান কর্তৃপক্ষ মেটায়নি এবং বাগান খোলার পরও সব মাসের বেতন তারা পাননি বলেই অভিযোগ শ্রমিকদের।
