আজকাল ওয়েবডেস্ক: জামিনের আবেদন খারিজ হয়ে গেল ব্যবসায়ী বাকিবুর রহমানের। আপাতত জেল হেফাজতে থাকতে হবে তাকে। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন বাকিবুর। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
ইডির তরফে অনুমতি চাওয়া হয়েছিল জেলে গিয়ে জেরা করার। সেই অনুমতিও পাওয়া গিয়েছে আদলতের তরফে। এই মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুরের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে ইডি।
ইডির তরফে অনুমতি চাওয়া হয়েছিল জেলে গিয়ে জেরা করার। সেই অনুমতিও পাওয়া গিয়েছে আদলতের তরফে। এই মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুরের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে ইডি।
