আজকাল ওয়েবডেস্ক: বয়স ৩২। চুরির সংখ্যা ইতিমধ্যেই ৫০ পার করেছে। সঙ্গে আছে ছিনতাইয়ের অভিযোগ। হাওড়া পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই 'গুণধর' শেখ মিরাজকে জেরা করে তাজ্জব তদন্তকারীরা। গ্রেপ্তারি থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল সে। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাওড়ার মুন্সিরহাটের একটি ভাড়া বাড়ি থেকে মিরাজকে গ্রেপ্তার করে জগৎবল্লভপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে হাওড়া-সহ আরও কয়েকটি জেলার থানায় একাধিক অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে মিরাজ জানায়, তার একমাত্র পেশা চুরি ও ছিনতাই। ইতিমধ্যেই ৫০টির বেশি এই ধরনের অপরাধের ঘটনা সে ঘটিয়েছে। একবার কলকাতা পুলিশের জালেও ধরা পড়েছিল মিরাজ। দিন ১৫ আগে  হাওড়ার উলুবেড়িয়া থানার পুলিশের জালে ধরা পড়ার পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। সমস্ত ঘটনাই সে একা একা ঘটাত। 

 

সম্প্রতি মিরাজের বিরুদ্ধে অভিযোগ এনে এক ব্যবসায়ী জানান, তিনি যখন তাঁর দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন তখন ছুরি দেখিয়ে মিরাজ তার থেকে টাকা, মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেয়। আপত্তি করলে তাঁকে মিরাজ মারধর করে বলেও ওই ব্যবসায়ীর অভিযোগ।