আজকাল ওয়েবডেস্ক: ছন্দে ফিরছে সৈকত শহর দিঘা। ঘূর্ণিঝড় ডানা’‌র (cyclone Dana) জন্য বৃহস্পতি ও শুক্রবার সেখানে পর্যটনে নিষেধাজ্ঞা থাকলেও শনিবার থেকে ফের শুরু হয়েছে পর্যটন। কলকাতা–সহ রাজ্যের অন্যান্য জায়গা থেকে পর্যটকরা হাজির হচ্ছেন দিঘা–সহ শঙ্করপুর, মন্দারমনি ও তাজপুরে। তবে সংখ্যাটা খুবই কম বলে জানিয়েছেন হোটেল মালিকরা। 

এদিন সকাল থেকেই দিঘার আকাশের মুখ ভার। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে আছে হাওয়া। সমুদ্র উত্তাল। সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। আজকাল.‌ইন–কে তিনি বলেন, ‘‌সমুদ্র উত্তাল থাকায় শনিবার কাউকে নামতে দেওয়া হচ্ছে না। রবিবার থেকে ফের সমুদ্রস্নান করা যাবে।’‌ 

পর্যটকদের ভিড় প্রসঙ্গে দিঘা–শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন–এর যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘‌পর্যটন শুরু হলেও শনিবার খুব কম সংখ্যক পর্যটক দিঘায় এসেছেন। সংখ্যাটা সর্বসাকুল্যে হাজার তিনেক হবে।’‌ শনি ও রবিবার ছুটি কাটাতে বহু পর্যটক কলকাতা বা রাজ্যের অন্যান্য জায়গা থেকে চলে যান দিঘায়। ফলে প্রতিটি হোটেল থাকে ভর্তি। বহু পর্যটকের ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে শনি ও রবিবার আগে থেকে বুকিং না করে যাওয়ার জন্য তাঁরা দিঘায় পৌঁছেও পছন্দসই হোটেল পাননি। ফল হিসেবে হোটেল অপছন্দ হলেও বাধ্য হয়ে তাঁদের সেখানে থাকতে হয়েছে। 

স্বাভাবিক সময়ে শনি বা রবিবার কত দিঘায় কত পর্যটক আসেন? উত্তরে বিপ্রদাস বলেন, ‘‌খুব কম হলেও ২০ হাজার লোক এইসময় দিঘায় থাকেন।’‌ মন্দারমনি বা তাজপুরে কীরকম ভিড় হয়েছে সেই বিষয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, খুবই কম। রাস্তায় মনিহারি বা অন্যান্য জিনিস নিয়ে ফেরিওয়ালা ঘুরে বেড়ালেও বাজার প্রায় নেই বললেই চলে।