আজকাল ওয়েবডেস্ক: শুধুই আশ্বাস দেওয়া হচ্ছে। অথচ গ্রেপ্তার হচ্ছে না খুনি। আক্ষেপ পূর্ব বর্ধমানের নান্দুরে খুন হওয়া আদিবাসী তরুণী প্রিয়ঙ্কা হাঁসদার মা কাজল হাঁসদার।
তাঁর কথায়, 'সবাই আসছে, যাচ্ছে। পুলিশও আসছে, যাচ্ছে। অথচ পাঁচদিন পেরিয়ে গেলেও খুনি এখনও গ্রেপ্তার হয়নি।'
গত ১৪ আগষ্ট রাতে বাড়ির সামনেই মেলে প্রিয়ঙ্কার গলাকাটা দেহ। এই ঘটনার পর পাঁচদিন পেরিয়ে গেলেও খুনের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাঁরা খুনিকে ধরার চেষ্টা চালাচ্ছেন। রবিবার খুনির গ্রেপ্তারের দাবিতে দীর্ঘ সময় রাস্তা অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন।
সোমবার মৃতার বাড়িতে যান তৃণমূলের আদিবাসী সেল-এর প্রতিনিধিরা। ছিলেন রাজ্য চেয়ারম্যান দেবু টুডু, বীরভূমের সহকারি সভাধিপতি স্বর্ণলতা সোরেন-সহ অন্যান্য প্রতিনিধিরা। দেবু টুডু বলেন, 'আমাদের মেয়ে খুন হয়েছে। আমরা বিচার চাইছি। পুলিশের ওপর আমাদের আস্থা আছে।' জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজে মৃতার মায়ের সঙ্গে কথা বলেছেন।
কিন্তু এত কিছুর পরেও খুনি ধরা না পড়ায় হতাশ মৃতার মা। তাঁর আক্ষেপ, লোক শুধু আসছে, যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।
