আজকাল ওয়েবডেস্ক: বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে এবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার বহরমপুর থেকেই অভিষেক বলেন, যেভাবে আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে তা নিন্দাজনক। বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও বলা হয়েছে। কেউ যেন কোনও ধরণের প্ররোচনায় পা না দেয়। 


এদিকে এই ঘটনার জেরে অভিষেকের নির্দেশে মৃত আলাউদ্দিনের বাড়িতে যাবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তার সঙ্গে যাবেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। পরিবারের পাশে থেকে তারা সবধরণের সহায়তা করবেন বলেও এদিন জানিয়ে দেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে আলাউদ্দিনের পরিবারকে ২ লাখ টাকা সহায়তার ঘোষণা করেছেন। পাশাপাশি তার স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 


বেলডাঙায় শনিবার বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে হয়েছে বাংলার সংবাদমাধ্যম এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ এবং ক্যামেরাম্যান উজ্জ্বল ঘোষকে। শুক্রবারও বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল সংবাদমাধ্যমকে। জি২৪ ঘণ্টার মহিলা সাংবাদিক সোমা মাইতি আক্রান্ত হন। এদিন বহরমপুর থেকে প্রশাসনকে বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন অভিষেক।   


প্রসঙ্গত, ভিনরাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনা অব্যাহত থাকায় শুক্রবারের পর শনিবার ফের একবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এর পাশাপাশি শিয়ালদহ-লালগোলা শাখায় বেলডাঙার পাঁচড়া মোড়ে রেলগেটের কাছে ট্রেন অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এর ফলে শনিবার ফের একবার উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যান চলাচল এবং শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।

 


শনিবার বহরমপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নিজের 'রোড শো' শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় দলের টার্গেট বেঁধে দিলেন।। অভিষেক ব্যানার্জি  দলীয় কর্মীদেরকে নির্দেশ দেন এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলকে জেলার ২২ টি আসনেই জিততে হবে। আর তা যদি করা  সম্ভব হয় তাহলে রাজ্যে তৃণমূলের আড়াইশোর বেশি আসন থেকে জয় কেউ আটকাতে পারবেনা বলে তিনি দাবি করেন। 

শনিবার দুপুরে হেলিকপ্টার করে বহরমপুর স্টেডিয়ামে এসে নামেন অভিষেক ব্যানার্জি। এরপর বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে চার্চের মোড় পর্যন্ত তিনি একটি 'রোড শো' করেন। অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য এবং তাঁর বক্তব্য শোনার জন্য শনিবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ বহরমপুর শহরে জড়ো হয়েছিলেন। 'রোড শো' শেষে নিজের গাড়ির উপর দাঁড়িয়েই অভিষেক ব্যানার্জি আজ  তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 


শনিবার বক্তব্যে সিংহভাগ অংশ জুড়ে অভিষেক ব্যানার্জি জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে এসআইআর-এর কারণে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য তীব্র আক্রমণ করেন। পাশাপাশি তৃণমূলের সাসপেন্ড থাকা বিধায়ক হুমায়ুন কবীরের নাম না করে তাঁকে 'গদ্দার' বলেও একাধিকবার আক্রমণ শানান অভিষেক।

 

তিনি আরও জানিয়ে দেন এসআইআর নিয়ে কোনও মানুষকে অযথা চিন্তা করতে হবে না। কোনও জায়গায় অসুবিধা হলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে যোগাযোগ করার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন। চূড়ান্ত যে ভোটার তালিকা আসবে তাতে সকলেরই নাম থাকবে বলে অভিষেক আশ্বস্ত করে বলেন- নতুন করে কাউকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না।