মিল্টন সেন, ‌হুগলি:‌ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট শিল্পকর্মের প্রতিলিপি প্রদর্শনী শুরু হল চন্দননগর রবীন্দ্র ভবন অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালায়। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজ্য চারুকলা পর্ষদের তরফে আয়োজিত 
প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য চারুকলা পর্ষদ সচিব সৌমেন খামারু। এই প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। উপস্থিত ছিলেন পুরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক অমিত আগরওয়াল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য,  রাজ্য চারুকলা পর্ষদের সদস্য হারীত বসু সহ বিশিষ্টজনেরা।