আজকাল ওয়েবডেস্ক: কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি এক সিভিক ভলেন্টিয়ারের। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুন্দরবনের পাথরপ্রতিমা থানায় কর্মরত। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা এলাকায়। 

 

 

অভিযুক্তের নাম অমিতাভ বারুই। জানা গিয়েছে, গত পরশুদিন পাথরপ্রতিমা কলেজের নবীণবরণ উৎসব ছিল। ওই দিন ওই ছাত্রী কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। টোটো করে কলেজ যাওয়ার সময় পথ আটকায় ওই অভিযুক্ত। টোটো থেকে জোর করে নামিয়ে ওই সিভিক ভলান্টিয়ার কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে। এমনকী ছাত্রীর সঙ্গে থাকা মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কোনওরকমে ওই সিভিক ভলেন্টিয়ারের হাত থেকে নিজেকে উদ্ধার করে পালায় ওই ছাত্রী। 

 


রাতে পাথরপ্রতিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় অভিযোগ করেছিল এক কলেজ ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। কেন এমন করল অভিযুক্ত তা জানার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে।

 


সূত্রে খবর, সোমবার কাকদ্বীপ আদালত তোলা হবে অভিযুক্তকে। ছাত্রীর মা অভিযোগ করেন, রাস্তায় বেরোলে যারা নিরাপত্তার দায়িত্বে থাকে তাদের হাতে আক্রমণের শিকার হচ্ছে মেয়ে। এটা চিন্তার বিষয়। পুলিশের তরফে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।