মিল্টন সেন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কুম্ভমেলা ফেরত বাস। ঘটনায় কমবেশি আহত হয়েছেন বাসে থাকা অন্তত ২৪ জন পুণ্যার্থী। রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানার অন্তর্গত ১৯ নং জাতীয় সড়কের ওপর সোমসারা এলাকায়। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণারর গাইঘাটা থেকে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিল বাসটি। রবিবার বর্ধামানের দিক থেকে কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে থাকা নিচু জায়গায় নেমে গিয়ে বাসটি উল্টে যায়।

 

প্রাথমিক অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেটির। আর তা থেকেই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসে চালক সহ মোট ৬২ জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনায় কমবেশি প্রত্যেকেই আহত হয়েছেন। রাস্তার মাঝে বড় দুর্ঘটনা ঘটায় কলকাতামুখী লেনে ব্যাহত হয় যান চলাচল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশ। উদ্ধার করা হয় আহত পুণ্যার্থীদের। ঘটনাস্থলে পৌঁছান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি সহ দাদপুর থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

 

জানা গিয়েছে, আহতদের প্রথমে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় সড়কের ওপর যান চলাচল স্বাভাবিক করতে ক্রেন ব্যবহার করে বাসটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় ২৪ জন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

ছবি: পার্থ রাহা