আজকাল ওয়েবডেস্ক: আদানি-আম্বানি নিয়ে এবার রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে কেন রাহুল গান্ধী মৌনব্রত ধারণ করেছেন ? মোদি আরও বলেন, বিগত ৫ বছর ধরে কংগ্রেসের শাহাজাদা এই নামগুলি বারে বারে উচ্চারণ করেছেন। রাফাল ইস্যুর পর আরও জোরালো হয়েছে রাহুলের তির। তবে ভোটের দিন ঘোষণার পরই সব চুপ। তেলেঙ্গানার মাটি থেকে প্রধানমন্ত্রীর তোপ, এবার কংগ্রেস বলুক আদানি-আম্বানির ঘর থেকে কত টাকা তাঁরা পেয়েছে। মনে হয় ডিল হয়ে গিয়েছে। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। রাহুল গান্ধী বিগত দিনে বারে বারে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদিকে। তিনি বারে বারে বলেছেন, বিজেপি সরকার শিল্পপতিদের সরকার। তাঁদেরকে আরও বড়লোক করার কাজ বিজেপি করছে। দেশবাসীর কথা বিজেপি ভাবে না। প্রসঙ্গত, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার কিছুদিন আগেই আদানি গ্রুপের সঙ্গে মিলে ১২ হাজার ৪০০ কোটি টাকার চুক্তি করেছে। প্রধানমন্ত্রীর এই আক্রমণের পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা জানিয়েছেন, ভিত্তিহীন কথা বলছেন মোদি। এই সব সমালোচনা না করে মোদি দেশের বেকারত্ব, দুর্নীতি এবং নারীদের উপর হওয়া অত্যাচার নিয়ে ভাবুন।