উৎসবের মরশুম এখনও শেষ হয়ে যায়নি। এবার ছট পুজোর আনন্দে মাততে তৈরি সকলেই। ছট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিহার সহ দেশের অন্য প্রান্তে ছট পুজো নিয়ে এখন আগ্রহ তুঙ্গে। প্রতিটি মানুষই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজোয় অংশগ্রহণ করে থাকে। পাটনার বিভিন্ন বাজার সেজে উঠেছে নানা বাহারে। মিলছে পুজোর ফলও। খুশি ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলেই।
