আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির উত্তেজনার মাঝেই গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। ইতিমধ্যে তিনি জামিনও পেয়েছেন। তবে তার গ্রেপ্তারিতে দিন-বিভ্রাট তৈরি হয়েছিল। বৃহস্পতিবার শাহজাহানের গ্রেপ্তারির পর রাজ্য পুলিশের এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার কার্যত "ভুল" স্বীকার করে নিলেন। নিরাপদ সর্দারের গ্রেপ্তারির পর দেখা যায়, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি, কিন্তু যে অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, সেটি থানায় জমা পড়ে ১০ ফেব্রুয়ারি। আদালতও প্রশ্ন তুলেছিল এই বিষয়ে। এবার দিন-বিভ্রাট নিয়ে মুখ খুললেন সুপ্রতিম সরকার। তিনি এদিন বলেন, "স্পষ্ট করে দিতে চাই, তারিখ লেখায় ভুল হয়েছে।" সঙ্গেই তিনি বলেন, "কোনও ভুল যখন হয়, তখন দেখা উচিত ভুল ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। স্পষ্ট করে বলতে চাই, এই ভুল ছিল অনিচ্ছাকৃত। হিউম্যান এরর। কোনও অসৎ উদ্দেশ্য ছিল না" পুলিশ সুপারের কাছে আদালত যে রিপোর্ট চেয়েছিল, তা আজ পেশ করা হবে বলেও জানান তিনি। ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ নাগাদ থানায় অভিযোগ দায়ের হয় বলেও তথ্য উল্লেখ করে জানান।