আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে বিরাট বিপদ। রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই প্রায় দু'শ দোকান। নতুন বছরের আগে, ভয়াবহ অগ্নিকাণ্ড, বিরাট ক্ষতিতে হাহাকার বিরাটিতে। 

 

তথ্য, সোমবার গভীর রাতে উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারে আগুন লাগে।  মোট ১৮৯টি দোকান ছিল ওই নির্দিষ্ট এলাকায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান ছাড়া সব পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ আগুন লাগে।

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ আওয়া তথ্য অনুযায়ী, ঘটনার প্রায় ৮ ঘণ্টা পরেও এখনও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকলের ৩টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। অসহায় অবস্থায় পুড়ে ছাই হয়ে যাওয়া সম্বলের দিকে তাকিয়ে দোকানিরা। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তথ্য।

স্থানীয় নিমতা থানা ও পৌর প্রশাসন পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী অন্যত্র সরানোর কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পৌর পারিষদ সদস্য-সহ স্থানীয়রা।  

এই প্রসঙ্গে উল্লেখ্য, এর আগে, ২০০১ সাল নাগাদ এই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন গোটা বাজার নতুন করে বানানো হয়। ফের সেখানেই অগ্নিকাণ্ড। স্থানীয়রা জানাচ্ছেন, রেললাইন সংলগ্ন ওই বাজার বহু বছরের পুরনো। মাছ মাংস, সবজির পাশাপাশি একাধিক মুদি দোকান ছিল সেখানে। গভীর রাতের অগ্নিকাণ্ডে সবই ভস্মিভূত হয়েছে।