আজকাল ওয়েবডেস্ক: আগের থেকে ভাল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বাঁ- হাতে জোর পাচ্ছেন না তিনি। কী কারণে এই সমস্যা হচ্ছে, তা জানতে দুপুরে আরও একবার মাথায় সিটি স্ক্যান করা হবে মন্ত্রীর। রবিবার দুপুর আড়াইটে পর্যন্ত ডপলার মনিটরিং চলবে। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জ্যোতিপ্রিয়? সূত্রের খবর, সোমবারেও জ্যোতিপ্রিয়র হৃদ্যন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হবে।
টিল্ট টেস্ট করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। অর্থাৎ সোমবারের আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম। এদিকে সোমবারই তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট ব্যাঙ্কশাল আদালতে জমা দিতে হবে ইডিকে। উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরেই জ্যোতিপ্রিয়র বাড়িতে দ্বাদশীর দিন তল্লাশি অভিযান চালায় ইডি। ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে।
টিল্ট টেস্ট করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। অর্থাৎ সোমবারের আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম। এদিকে সোমবারই তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট ব্যাঙ্কশাল আদালতে জমা দিতে হবে ইডিকে। উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরেই জ্যোতিপ্রিয়র বাড়িতে দ্বাদশীর দিন তল্লাশি অভিযান চালায় ইডি। ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে।
