আজকাল ওয়েবডেস্ক: শনিবার ওড়িশা এবং আসাম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওড়িশার সম্বলপুরে আইআইএমের নতুন ক্যাম্পাস সহ একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দুই রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এদিন বিকেলে ওড়িশা পৌঁছবেন মোদি। তাঁর সঙ্গে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাজ্যপাল রঘুবর দাস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
৪০০ কোটি টাকার নতুন ক্যাম্পাস ছাড়াও বিদ্যুৎ, রাস্তা এবং রেলের মতো সেক্টরে ৬৮০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি রেমেড গ্রাউন্ডে জনসভা করবেন বলেও জানা গিয়েছে। আসামে দুই দিনের সফরেও বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন মোদি।
৪০০ কোটি টাকার নতুন ক্যাম্পাস ছাড়াও বিদ্যুৎ, রাস্তা এবং রেলের মতো সেক্টরে ৬৮০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি রেমেড গ্রাউন্ডে জনসভা করবেন বলেও জানা গিয়েছে। আসামে দুই দিনের সফরেও বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন মোদি।
