রিয়া পাত্র

পড়ুয়ারাই ভবিষ্যত। এখন থেকেই বই ছুঁয়ে দেখুক, চিনতে শিখুক ওরা। এই উদ্দেশ্যেই বইমেলায় বিভিন্ন স্কুল থেকে উদ্যোগ নিয়ে পড়ুয়াদের নিয়ে আসা হয় প্রতিবার। সোমবার আজকালের স্টলে দেখা মিলল তেমনই একঝাঁক খুদের। ওরা সকলেই বানতলার গাইডেন্স অ্যাকাডেমি (এইচ এস)-এর পড়ুয়া। ৩০ জন পড়ুয়াকে নিয়ে ৬ জন শিক্ষক এসেছেন বইমেলায়। শিক্ষক শেখর জানা জানালেন, "ওদিকে অত বেশি বইয়ের দোকান নেই। এমনিতেই আমরা কলেজস্ট্রিট থেকে বই কিনে নিয়ে যাই। তবে বইমেলায় প্রতিবার আমরা পড়ুয়াদের নিয়ে আসি। স্কুলই উদ্যোগ নেয়। আমরা চাই এখন থেকে বই নিয়ে আগ্রহ তৈরি হোক তাদের। আগ্রহ জন্মাক বাইরের পরিবেশ সম্পর্কেও।" অর্ঘদীপ মণ্ডল জানাল, সে ঘুরে ফেলেছে ৪টে দোকান।ইচ্ছে রয়েছে নেতাজি নিয়ে একটা বই নিয়ে নিয়ে যাবে সে। ষষ্ঠ শ্রেণির প্রীতমও চাইছে নেতাজির বই কিনে নিয়ে যাবে, সঙ্গে ভূতের বই কিনবে কিছু। একাদশ শ্রেণির এক পড়ুয়া জানাল, অল্প অল্প টাকা জমিয়ে এনেছে সে, শরৎচন্দ্রের বই কিনবে বলে। আজকালের স্টল থেকে "কালো ক্রিকেট", "চব্বিশ ভূতের পিকনিক" সহ বেশ কয়েকটি বইও পছন্দ করে কিনে নিয়ে গেল তারা।