আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট খেলার সময় মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকমগড়ে। জানা গিয়েছে, ৩৫ বছরের ওই সেনা জওয়ান ছুটিতে ছিলেন। লান্স নায়েক বিনোদ বান্সকর নিজের গ্রামের বাড়িতেই ক্রিকেট খেলছিলেন। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর বড়ভাই জগদীশ বান্সকর জানিয়েছেন, খেলার সময় বুকে ব্যাথা অনুভব করে বিনোদ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। উত্তরপ্রদেশের সাহারানপুরে পোস্টিং ছিলেন বিনোদ। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।