আলিয়ার সঙ্গে ফের রোম্যান্সে মজবেন রণবীর, 'ধুরন্ধর'-এর সাফল্যের পর কোন চমক আনছেন অভিনেতা?
নিজস্ব সংবাদদাতা
২৮ ডিসেম্বর ২০২৫ ১৪ : ০৫
শেয়ার করুন
1
6
‘গলি বয়’ এবং ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’-র সাফল্যের পর আবারও রুপোলি পর্দায় ফিরছে আলিয়া ভাট ও রণবীর সিং-এর জুটি। তবে এবার কোনও মিষ্টি প্রেমের গল্প নয়, বরং দর্শকের হাড়হিম করতে এক বিধ্বংসী জম্বি থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, আসন্ন এই সিনেমাটির নাম রাখা হয়েছে ‘প্রলয়’।
2
6
বলিউডে সাধারণত রোমান্টিক বা ড্রামা ঘরানার আধিপত্য থাকলেও, ইদানীং হরর-কমেডি বা থ্রিলার ঘরানার ছবি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সেই ধারাকে এক ধাপ এগিয়ে নিতেই এই নতুন উদ্যোগ। সূত্রের খবর, ‘প্রলয়’-এর প্রেক্ষাপট সাজানো হয়েছে একটি কাল্পনিক বিপর্যয়কে কেন্দ্র করে, যেখানে জম্বি ভাইরাসের প্রকোপে জনজীবন বিপর্যস্ত।
3
6
এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কীভাবে আলিয়া এবং রণবীর নিজেদের টিকিয়ে রাখেন, তা নিয়েই এগিয়ে যাবে ছবির মূল কাহিনী।রণবীরকে এখানে দেখা যেতে পারে এক বিধ্বংসী অ্যাকশন অবতারে, আর আলিয়া ভাট থাকছেন এক অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নায়িকার চরিত্রে।
4
6
শোনা যাচ্ছে, বলিউডের এক নামী প্রোডাকশন হাউজ এই ছবিটির দায়িত্ব নিয়েছে। যদিও পরিচালক কে হবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে বড় কোনও নাম এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চলেছেন বলেই খবর। উন্নতমানের ভিএফএক্স এবং আন্তর্জাতিক মানের মেকআপ এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।
5
6
সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। বিশেষ করে ‘রকি-রানি’-র রসায়নের পর এই জুটিকে একদম ভিন্ন এবং কিছুটা ভয়ংকর স্বাদের একটি সিনেমায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা এবং শুটিংয়ের তারিখ সামনে আসবে।
6
6
এই ছবির জন্যই 'ডন ৩' ছেড়েছেন রণবীর। কারণ, 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এই ছবিতে আবারও স্পাই হতে নারাজ তিনি। তাই একটু অন্য ঘরানার ছবি খুঁজছিলেন রণবীর। 'প্রলয়'কেই তাই আগামী ছবি হিসেবে বেছে নিয়েছেন তিনি।