আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছে সোমবার। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয়েছে রামলালার। ওই দিনই রাজ্যের ফিরোজাবাদে এক মুসলিম মহিলা জন্ম দেন এক পুত্রসন্তানের। গোটা দেশ যখন ‘রামলালা’র ‘প্রাণপ্রতিষ্ঠা’য় মেতে, সেই দিনটিকে স্মরণীয় করতে পিছপা হল না ফিরোজাবাদের ওই মুসলিম পরিবার। পুত্রসন্তানের নাম রাখা হল ‘রামরহিম’।
হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের এই নাম রাখার সিদ্ধান্ত বলে দাবি ফিরোজাবাদের ওই পরিবারের। জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ফিরোজাবাদের এক মহিলা। সন্তান এবং মা দু’জনেই সুস্থ। চিকিৎসক জানান, ভূমিষ্ঠ হওয়ার পর সেই নবজাতকের নামও ঠিক করে ফেলেছিল মহিলার পরিবার। চিকিৎসক জৈন আরও জানিয়েছেন, নবজাতকের ঠাকুমা হুসনা বানু মূলত এই নামই রাখার কথা জানান পরিবারের সদস্যদের। নবজাতকের ‘রামরহিম’ নামে সমর্থন জানিয়েছে পরিবারের অন্য সদস্যরাও।
উত্তরপ্রদেশের বিভিন্ন হাসপাতালে সোমবার যেসমস্ত শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের বেশিরভাগের নামই রাখা হয়েছে রাম-সীতার নামের সঙ্গে মিলিয়ে। অনেকে আবার ছেলেদের নাম রাঘব, রাঘবেন্দ্র, রঘু এবং রামেন্দ্রও রেখেছেন।
হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের এই নাম রাখার সিদ্ধান্ত বলে দাবি ফিরোজাবাদের ওই পরিবারের। জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ফিরোজাবাদের এক মহিলা। সন্তান এবং মা দু’জনেই সুস্থ। চিকিৎসক জানান, ভূমিষ্ঠ হওয়ার পর সেই নবজাতকের নামও ঠিক করে ফেলেছিল মহিলার পরিবার। চিকিৎসক জৈন আরও জানিয়েছেন, নবজাতকের ঠাকুমা হুসনা বানু মূলত এই নামই রাখার কথা জানান পরিবারের সদস্যদের। নবজাতকের ‘রামরহিম’ নামে সমর্থন জানিয়েছে পরিবারের অন্য সদস্যরাও।
উত্তরপ্রদেশের বিভিন্ন হাসপাতালে সোমবার যেসমস্ত শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের বেশিরভাগের নামই রাখা হয়েছে রাম-সীতার নামের সঙ্গে মিলিয়ে। অনেকে আবার ছেলেদের নাম রাঘব, রাঘবেন্দ্র, রঘু এবং রামেন্দ্রও রেখেছেন।
