আজকাল ওয়েবডেস্ক: পুজোর কটা দিনে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই বিক্রি হল ৩১ কোটি টাকারও বেশি মদ। আবগারি দপ্তরের হিসেব বলছে, পুজোয় দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে বিক্রি হয়েছে প্রায় ৩১ কোটি ৮ লক্ষ টাকার মদ। ষষ্ঠী থেকে দশমী অবধি এই হিসেব।  পুজোর দিন গুলিতে সৈকতে ছিল পর্যটকদের ভিড়। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে ষষ্ঠীতেই মদ বিক্রি হয়েছে ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭ টাকার। সপ্তমীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার ৬১০ টাকার। অষ্টমীতে বিক্রি হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ ২৮ হাজার ৭৪৪ টাকার মদ। নবমীতে মদ একটু কম বিক্রি হয়েছে। দশমীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১ কোটি টাকার। তবে শুধু পূর্ব মেদনীপুর নয়, পুজোয় গোটা রাজ্য জুড়েই দেদার মদ বিক্রি হয়েছে বলে জানিয়েছে আবগারি দপ্তর। 
