ইপিএস আপনাকে দিতে পারে অবসরের সময় একটি নির্দিষ্ট আয়। এখানে ৫৮ বছর বয়স থেকেই আপনি পেনশন পেতে পারেন। যদি সঠিকভাবে হিসেব করে চলতে পারেন তবে এখানে নিশ্চিত হবে অবসর।
2
8
অবসরের পর মাসে যদি সঠিক পেনশন পান তাহলে সেখানে আপনি নিশ্চিত হয়ে চলতে পারেন। ইপিএস থেকে যদি পেনশন পেতে চান তাহলে রেগুলার পেনশন পেতে পারেন ৫৮ বছর থেকে। ৫০ বছর থেকেও আপনি পেনশন পেতে পারবেন।
3
8
ইপিএসে আপনি এবং আপনার প্রতিষ্ঠান দুজনকেই বিনিয়োগ করতে হবে। ইপিএস আপনাকে ৮.৩৩ শতাংশ হারে সুদ দেবে। ইপিএফ থেকে আপনি পাবেন ৩.৬৭ শতাংশ হারে সুদ।
4
8
এখানে আপনি নির্ধারিত সময়ের আগেই অবসরের টাকা পেতে পারবেন। ইপিএসে আপনি পেনশন পাবেন অতি সহজেই। যদি অকালে আপনার মৃত্যু হয় তাহলে সেখানে আপনার নমিনি সেই পেনশনের টাকা পাবে।
5
8
ইপিএসে মাসিক পেনশন ১ হাজার টাকা থেকে শুরু করে ৭৫০০ টাকা পর্যন্ত হতে পারে। সেখানে কত টাকা আপনি বেসিক মাইনে পান তার ওপরেই নির্ভর করবে।
6
8
যদি ৭০ হাজার টাকা বেসিক মাইনে হয়ে থাকে তাহলে সেখানে আপনি বিশেষ সুবিধা পাবেন। ক্যাবিনেট ইতিমধ্যে ২ শতাংশ ডিএ বাড়িয়েছে। সেটি ৫৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৫ শতাংশ।
7
8
যদি আপনার বেসিক মাইনে ৭০ হাজার হয়ে থাকে তাহলে সেখানে মাসে আপনি পাবেন ৬ হাজার ৪২৯ টাকা।
8
8
তবে যেখানেই বিনিয়োগ করবেন। তার আগে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনি কোনও আর্থিক ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।