বলিউডে তারকাদের বিশাল পারিশ্রমিক আর ‘এন্টুরাজ’-এর খরচ নিয়ে বিতর্ক নতুন নয়। শুটিং ফ্লোরে অভিনেতা-অভিনেত্রীদের অধিক মাত্রায় লোকজন নিয়ে আসার প্রবণতা আছে। শিল্পীদের পারিশ্রমিক ছাড়া বাড়তি খরচ তাই দাঁড়ায় বিশাল অঙ্কের। গত কয়েক মাস ধরে একের পর এক ইন্ডাস্ট্রির একাধিক পরিচালক, প্রযোজক  দাবি করেছেন, এই বাড়তি খরচই আজ সিনেমা বানানোকে লোকসানের খাতে ফেলছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। বলিউডের এই কেশসজ্জা শিল্পী রীতিমতো তারকা। তাঁর ক্লায়েন্টের তালিকায় ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা থেকে শুরু করে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকারাও! 

 

আরও পড়ুন: ‘তুই আমার শক্তি, আমার গর্ব!’ স্নেহচুম্বন দিয়ে বোন পল্লবীকে জন্মদিনে আর কী বললেন প্রসেনজিৎ?

 

আলিম হাকিমের দাবি, কোনও তারকার ছবি হিট হলেই শুধু অভিনেতার পারিশ্রমিক নয়, তাঁর ‘এন্টুরাজ’-এর (সহকারী দল) খরচও বেড়ে যায় কয়েকগুণ! আলিমের কথায়, “ইন্ডাস্ট্রিতে নিয়মটাই এমন, অভিনেতার বাজারদর যত বেশি, তাঁর এন্টুরাজ অর্থাৎ তাঁর দলের বাড়তি লোকজনের খরচও তত বাড়ে। কিন্তু আমি মনে করি, এন্টুরাজ ফি হওয়া উচিত সবার জন্য একই। আপনি যদি একটা আই ফোন কেনেন, তার দাম ধনী-গরিব সবার জন্য এক থাকে। তাহলে কোনও তারকার ছবি ৫০০ কোটির হিট হলেই তাঁর দলের লোকজনের পারিশ্রমিক কেন তিনগুণ হয়ে যায়? যেন ওরাই ৫০০ কোটির হিট দিয়েছে! অভিনেতা নিজের পারিশ্রমিক বাড়াতে পারেন, কিন্তু টিমের ক্ষেত্রে বছরে ৫-১০ শতাংশ হাইকই যথেষ্ট, যেমনটা কর্পোরেট দুনিয়ায় হয়।”

 


তাঁর দাবি, অনেক তারকা আজ “অনৈতিক” পারিশ্রমিক দাবি করেন, যা একেবারেই ভুল। “যে-ই এমন করছে, সে ভুল করছে। আমরা কোনওদিন এমন করিনি। আমাদের কাছে সব অভিনেতার জন্য নির্দিষ্ট দাম আছে। এই নীতির জন্যই আমরা এতদিন টিকে আছি, আমাদের নামও আছে। কিন্তু যখন কেউ ‘অনৈতিক’ পরিমাণ টাকা চায়, তখনই পেশার মর্যাদা নষ্ট হয়,” বলেন হাকিম। যদিও তাঁর বক্তব্যে কোনও বলি তারকার নাম ফাঁস করেননি তিনি। 

 

উল্লেখ্য, সম্প্রতি করণ জোহরও অভিনেতাদের বাড়তি ‘এন্টুরাজ’ খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, “এটা টাকার নয়, নীতির প্রশ্ন। আমরা একটা নির্দিষ্ট বাজেট রাখি। কিন্তু কেউ যদি সেই সীমার বাইরে গিয়ে ট্রেনার বা ডায়েট প্ল্যানার চায়, তাহলে সেটার খরচ তাঁকেই বহন করা উচিত। আমি তখনই সেই খরচ মেটাব, যখন সেটা ছবির জন্য একান্ত জরুরি।  যেমন স্পোর্টস ড্রামায় চরিত্রের জন্য বিশেষ শারীরিক গঠন দরকার হয়।”

 

বলিউডে বাড়তে থাকা ফি ও ‘এন্টুরাজ’ কালচারের এই বিতর্কে আলিম হাকিমের এই সরাসরি মন্তব্য এখন ইন্ডাস্ট্রি জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।