সোমবার ১৩ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৩ অক্টোবর ২০২৫ ০৮ : ৫৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইজরায়েল সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্প এই ঘোষণা করেন, যা তাঁর প্রথম সফর যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর। তিনি ইজরায়েলি পার্লামেন্ট কেনেসেটে ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে এক উচ্চপর্যায়ের শান্তি সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যুদ্ধ শেষ হয়েছে, আপনারা তা বুঝে নিন।” তিনি আরও যোগ করেন, “আমি মনে করি এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করবে।” বিমানে ওঠার আগে ট্রাম্প কাতারের ভূমিকাকে প্রশংসা করেন, যারা ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে মধ্যস্থতা করেছে। তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথাও উল্লেখ করে বলেন, “নেতানিয়াহু খুব ভালো কাজ করেছেন।”
ট্রাম্প জানান, কিছু পণবন্দী প্রত্যাশার চেয়েও আগে মুক্তি পেতে পারে। তিনি আরও ঘোষণা করেন যে গাজার পুনর্গঠনের তদারকি করতে “বোর্ড অব পিস” নামে একটি সংস্থা গঠন করা হবে। ট্রাম্প গাজাকে “ধ্বংসস্তূপে পরিণত এলাকা” হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষায়, “সবাই খুশি — ইহুদি, মুসলিম কিংবা আরব দেশগুলো। আমরা ইজরায়েল থেকে মিশরে যাচ্ছি, যেখানে ধনী ও শক্তিশালী দেশগুলোর নেতাদের সঙ্গে দেখা করব। তারা সবাই এই চুক্তিতে যুক্ত হয়েছে।”
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি রবিবার টানা তৃতীয় দিনে কার্যকর থাকে। এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক একযোগে ভূমিকা পালন করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার মিশরের রেড সি উপকূলীয় শহর শার্ম এল-শেখে শুরু হবে শান্তি সম্মেলন, যেখানে ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনের উদ্দেশ্য হলো “গাজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তার এক নতুন যুগের সূচনা করা।”
ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, জর্ডান, সৌদি আরব এবং ভারতের নেতারা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও উপস্থিত থাকবেন। প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও অংশ নিচ্ছেন বলে দ্য টাইমস অব ইজরায়েল নিশ্চিত করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনে তারা সরাসরি যুক্ত হবে না। অন্যদিকে, হামাসের এক সিনিয়র নেতা এএফপিকে জানান যে, সংগঠনটি মিশরে অনুষ্ঠিত শান্তিচুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না।
রবিবার গাজা জুড়ে যুদ্ধবিরতি কার্যকর ছিল এবং উভয় পক্ষই বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছিল। ইজরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান জানান, সোমবার সকালে ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং পরে ২৮ জন মৃত বন্দীর দেহ ফেরত দেওয়া হবে। ইজরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি বিনিময়ের প্রস্তুতি হিসেবে কয়েকজন প্যালেস্তিনীয় বন্দিকে ইতিমধ্যেই স্থানান্তর করা হয়েছে। ইজরায়েলি সরকার আরও নিশ্চিত করেছে যে, তারা গাজায় আটক ১,৭০০ প্যালেস্তিনীয়, ২২ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৩৬০ জন যোদ্ধার দেহ ফেরত দেবে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্দিদের তালিকা নিয়ে আলোচনা এখনো চলছে এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রবিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “আগামীকাল শুরু হচ্ছে এক নতুন পথের — নির্মাণের, আরোগ্যের এবং আশা করি ঐক্যের।” তিনি হামাসের বিরুদ্ধে “বিজয়” ঘোষণা করেন এবং বলেন, “আজকের দিন এবং আগামী সময়ে আমাদের সব কারণ আছে একত্রিত থাকার, কারণ আমাদের যৌথ শক্তিতে আমরা এমন বিজয় অর্জন করেছি যা গোটা বিশ্বকে বিস্মিত করেছে।”
তবে নেতানিয়াহু সতর্ক করে দেন, “সামরিক অভিযান শেষ হয়নি, সামনে এখনো বড় নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। কিছু শত্রু পুনর্গঠনের চেষ্টা করছে, যাতে আবার আমাদের আক্রমণ করতে পারে।”
এই সময় হাজার হাজার ফিলিস্তিনি গাজা সিটির দিকে উত্তরে যাত্রা শুরু করেছে, তারা আশাবাদী যে যুদ্ধবিরতি স্থায়ী শান্তির সূচনা করবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে “অপারেশন রিটার্নিং হোম” — যা হামাসের হাতে আটক জিম্মিদের দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে চালানো হবে।
এক্স-এ (X) প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, “আমরা এখন শুরু করছি অপারেশন ‘রিটার্নিং হোম’। কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের সব জিম্মি ফিরে আসবে, আমরা আবার একত্রিত হবো, এক জাতি হিসেবে।” আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

নানান খবর

নোবেল ফস্কেছে, কিন্তু দমতে নারাজ ট্রাম্প! এবার মার্কিন প্রেসিডেন্টের নজরে কোন যুদ্ধের সমাধান?

হামাসের হাতে প্রেমিকার মৃত্যু, শোকে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যা প্রেমিকের!

মেক্সিকোয় প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, অন্তত ৪১ জনের মৃত্যু

আইএসআইএস-কে আশ্রয় দিচ্ছে ইসলামাবাদ! তালিবান সরকারের অভিযোগ আর তীব্র প্রত্যাঘাতে ভয়ে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

মহাকাশে সাপের হানা, চোখ কপালে উঠল বিজ্ঞানীদের

ট্রাম্পের খেলা শুরু, প্রথম ধাক্কা এল ক্রিপ্টোকারেন্সিতে

ভারত-আফগান যৌথ বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ, চটে লাল 'দিশাহার' পাকিস্তান, তলব আফগান রাষ্ট্রদূতকে!

চাকরির বাজারে বড় ধাক্কা দিল এআই, মাথায় হাত বহু পরিবারের

‘মিথ্যে কথা বলল কেন?’, রাগের বশে মালয়েশিয়ায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেললেন বাংলাদেশি মহিলা

ভাড়া করা সৈন্য নিয়েই নিরাপদ, বিশ্বের কোন কোন দেশ রয়েছে এই তালিকায়

'মসজিদ চাই না স্কুল, হাসপাতাল বানিয়ে দিন', সৌদির প্রস্তাবে "না" আফ্রিকার সাম্রাজ্যবাদ এবং নব্য-উপনিবেশবাদ বিরোধী নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের

নোবেল শান্তি পুরস্কার জিতলেও সমালোচনায় বিদ্ধ মারিয়া করিনা মাচাদো! কেন?

'প্রথম দেখাতেই অন্তঃসত্ত্বা'! প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এ কী ঘটালেন যুবতী? নেটপাড়ায় কটাক্ষ পিছু ছাড়ছেনা

১৩৬ বছরের ঐতিহ্য, বিশ্বের অন্যতম স্থাপত্য, আচমকাই আইফেল টাওয়ার কেন বন্ধ হয়ে গেল জানেন?

ইউরোপ সফর করতে গিয়ে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় দম্পতি জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী'র!

শান্তিতে নোবেল না পেয়েই অশান্তি করবেন ট্রাম্প! চড়া শুল্ক আরোপ করতে চলেছেন নরওয়ের উপর? চিন্তা বাড়ছে সে দেশে

পাকিস্তানকে বিশাল চিন্তায় ফেলল আফগানিস্তান, ভারতে এসেই তালিবান সরকারের বিদেশমন্ত্রী যা বলে বসলেন, ঘুম উড়ল শরিফের

'শ্বাশুড়ির জিভের' নরম স্পর্শেই লুকিয়ে প্রকৃতির গোপন প্রণয়, নির্মল গৃহকোণ

বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন, বিজেপি শাসিত ত্রিপুরায় ভয়ঙ্কর কাণ্ড

দীর্ঘ দিন পাননি মনের মতো কাজ! অবশেষে নতুন ‘যাত্রা’ শুরু করলেন দেব-সোহমের পর্দার মা

পর্যাপ্ত জলের অভাবে বন্ধ হতে চলেছে তিন নামিদামি শপিং মল!

অরিজিতের সঙ্গে সেই বিবাদ ভুলতে পেরেছেন সলমন? বিশ্বাস করে ঠকতে হল বিক্রমকে

কাফ-সিরাপ কাণ্ডের তদন্তে নয়া মোড়, ওষুধ নিয়ন্ত্রক আধিকারিকদের বাড়িতে ইডি-র তল্লাশি! অভিযান সাত জায়গায়

মঙ্গলের আশীর্বাদে ঝলমল করবে জীবন! কোন রাশিরা পাবেন অগাধ সম্পদ-সম্মান

বাংলাকে বর্ষার টাটা-বাই বাই, শীতের শিরশিরানি কবে থেকে? রইল আবহাওয়ার আপডেট

নেপালের জেল থেকে পালিয়েছেন, ত্রিপুরায় গ্রেপ্তার মাদক পাচারে অভিযুক্ত সন্দেহভাজন পাক মহিলা!

বিহার বিধানসভা নির্বাচন: আসন বণ্টন ঘোষণা করল এনডিএ

'জাত-ধর্ম মানি না, মানুষ হয়ে বাঁচতে চাই!' জুবিনের শেষকৃত্যে ক্যামেরার সামনে পৈতে ছিঁড়ে পণ যুবকের

পাকিস্তান ক্রিকেটে তুমুল বিতর্ক, ধারাভাষ্যের মাঝেই বাবর আজমকে বিশ্রী অপমান প্রাক্তন তারকার

নৌকা থেকে নিতম্ব বার করে কোৎ দিচ্ছেন বিদেশি মহিলা, মল পড়ছে উদয়পুর হ্রদে? ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া, শেষে এল সাফাই

মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া বিতর্কে সাফাই দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি

হিলির ব্যাটে উড়ে গেল ভারত, নক আউটের রাস্তা কঠিন করে ফেলছেন হরমনপ্রীতরা

হরিয়ানায় উচ্চপদস্থ পুলিশ অফিসারের আত্মহত্যা ঘিরে দেশজুড়ে তোলপাড়

জয়সওয়াল-গিল নন, ভারতের কোচকে মুগ্ধ করেছেন এই তারকা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ইতিবাচক দিক সেই ক্রিকেটারই

ঘুষ কাণ্ডে আদানিকে সমন পাঠাতে অসহযোগিতা করছে মোদি সরকার! বিস্ফোরক অভিযোগ নিয়ামক সংস্থার

রসায়নে এমফিল, সেই জ্ঞান কাজে লাগিয়েই একের পর এক ডাকাতি! শেষমেশ পুলিশের জালে 'শিক্ষিত' ডাকাত

'মিচেল স্টার্ক দাঁড়িয়ে আছে...', অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভক্তদের কাছ থেকে উৎসাহ পেলেন রোহিত

ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি সুদীপা চট্টোপাধ্যায়

মেসি ফিরতেই মায়ামিতে এক অন্য সকাল, জোড়া গোল এলএম ১০-এর

চুমুর আমি, চুমুর তুমি, চুমু দিয়েই যায় চেনা? চুমু নিয়ে বিশেষজ্ঞদের অবাক করা দাবি!