আজকাল ওয়েবডেস্ক:‌ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন। তাই বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস। সাত দফা নির্দেশিকাও জারি করা হয়েছে ঢাকার মার্কিন দূতাবাসের তরফে।


১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনের পাশাপাশি হবে জুলাই সনদ নিয়ে গণভোট। কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে বাংলাদেশে। একাধিক খুনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে  বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন।


ঢাকার মার্কিন দূতাবাসের তরফে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, নির্বাচনের সময় হামলা হতে পারে। বিভিন্ন ধর্মীয় স্থানে হামলার আশঙ্কা করা হচ্ছে। সেই সব বিষয় মাথায় রেখে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস। পাশাপাশি বিক্ষোভ এড়িয়ে চলার কথা বলা হয়েছে। যে কোনও ধরনের সভা–সমাবেশ থেকে মার্কিন নাগরিকদের দূরে থাকতে নির্দেশ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।


এদিকে, নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরও একই নির্দেশিকা জারি থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস।


বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের উদ্দেশে ট্রাম্প প্রশাসনের পরামর্শ, বড় জনসমাগম বা বিক্ষোভ এড়িয়ে চলুন। সর্বদা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। স্থানীয় সংবাদমাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে, সেদিকে নজর রাখুন। জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সব সময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অশান্তি এড়িয়ে কীভাবে যাতায়াত করা সম্ভব, তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।