শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ‘টাকা আমি দেব’, হ্যারিস রউফের জরিমানার পরেই এগিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, নিলেন এই সিদ্ধান্ত

কৌশিক রয় | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ০৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ব্যক্তিগত উদ্যোগে হ্যারিস রউফের জরিমানা মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সাম্মা টিভির এক প্রতিবেদনে এমন খবরই প্রকাশ্যে এসেছে। আইসিসি ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে উস্কানিমূলক অঙ্গভঙ্গি ব্যবহার করার অভিযোগে পাকিস্তানের তারকা পেসার রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে। সূত্রের খবর, একই ম্যাচে বিতর্কিত ভঙ্গিমায় উদযাপনের জন্য পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও আর্থিক জরিমানা ধার্য করা হয়নি। 

এই ঘটনার পর শুক্রবারই সাম্মা টিভি জানিয়েছে, রউফের ওপর আইসিসি যে আর্থিক জরিমানা ধার্য করেছে, তার সম্পূর্ণ অঙ্ক নিজে থেকে পরিশোধ করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। উল্লেখ্য, এশিয়া কাপে ভারত–পাকিস্তান সুপার ফোর ম্যাচ ঘিরে ইতিমধ্যেই একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। হ্যারিস রউফ ও ফারহানের মাঠের আচরণ নিয়ে বিসিসিআই সরকারিভাবে অভিযোগ জানালে আইসিসি শুনানির পর এই সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচে উস্কানিমূলক অঙ্গভঙ্গির জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রউফ ভারতীয় ব্যাটারকে  আউট করার পর বিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি করেছিলেন, যা স্পোর্টসম্যান স্পিরিটের বিরুদ্ধে বলে ধরা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, রউফ শুক্রবার আইসিসি শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ম্যাচ চলাকালীন রউফ বাউন্ডারিতে ফিল্ডিং করতে এসেছিলেন। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকরা ‘কোহলি কোহলি’ স্লোগান দিচ্ছিলেন। যা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে বিরাট কোহলির মারা দুটি ছক্কাকে মনে করিয়ে দিচ্ছিল। তার জবাবে রউফ বিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি করছিলেন।

এই অঙ্গভঙ্গি অনেকেই ভারতের সামরিক অপারেশনের ইঙ্গিত হিসেবে দেখেছে। মাঠে রউফ ভারতের তরুণ ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মার দিকে কটাক্ষও করেছিলেন, যদিও দুই ব্যাটার নিজেদের ব্যাট দিয়ে জবাব দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারদের। শুনানিতে রউফ দাবি করেন, তার ‘৬-০’ অঙ্গভঙ্গির সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই এবং এটি কোনও উস্কানিমূলক উদ্দেশ্য নিয়ে করা হয়নি। আইসিসি কর্মকর্তাদেরও তিনি প্রশ্ন করেছিলেন, তাদের কাছে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই।

আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুসারে, রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহান দু’জনকেই লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। রউফকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে, আর ফারহানকে অর্ধশতরান করার পর বন্দুক দেখিয়ে সেলিব্রেশনের কারণে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে। ফারহান শুনানিতে বলেছেন, তার উদযাপন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। তিনি উল্লেখ করেন, প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি ও বিরাট কোহলিও একই ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করেছিলেন।

ফারহান এই উদযাপন করেছিলেন ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচে অর্ধশতক পৌঁছানোর পর।  ফারহান জানান, তিনি শুধু ব্যক্তিগতভাবে আনন্দ প্রকাশ করেছিলেন। উদাহরণ হিসেবে তিনি প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি ও বিরাট কোহলির কথাও তুলে ধরেন, যাঁরা একই ধরনের বন্দুক–সদৃশ অঙ্গভঙ্গি ব্যবহার করেছিলেন মাঠে। ফারহান আরও বলেন, তিনি জাতে পাঠান হওয়ায় এই ধরনের ভঙ্গি তাঁদের সংস্কৃতির অংশ। যা প্রায়শই বিয়ের মতো আনন্দঘন মুহূর্তেও দেখা যায়। ফারহানের পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন হ্যারিস রউফও।

গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর তিনি ‘৬-০’ ভঙ্গি এবং যুদ্ধবিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি করেন। যা ভারতীয় দলের তরফে রাজনৈতিকভাবে উসকানিমূলক বলে অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারতের পরবর্তী ‘অপারেশন সিঁদুরের’ পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকায় এই ধরনের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা আরও বাড়ে। এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশকে ১১ রানে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। টানা দু’ম্যাচে ভারতের কাছে হেরে বসার পর সলমন আলি আঘার দল ১৩ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া। ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান।


নানান খবর

সুপার ওভারের নাটক নিয়ে এবার মুখ খুললেন শ্রীলঙ্কা কোচ, কী বললেন জয়সূর্য জানুন 

হারের হ্যাটট্রিক আটকাতে গুরু মন্ত্র, মেগা ফাইনালের আগে পাকিস্তানকে বিশেষ টিপস আক্রমের

এখনও নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি, টিম ইন্ডিয়ার কোচই বলে দিলেন এ কথা

ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি পাক কোচের, কী বললেন জানলে চমকে উঠবেন

দুই বড় তারকা চোটের কবলে, ফাইনালের আগে চাপে ভারত 

কামিন্স-ম্যাকলারেনদের ইরান যাওয়া নিয়ে অনিশ্চয়তা, শনিবার স্পষ্ট হবে ছবি

অস্কারের মেয়ের সঙ্গে দুর্গাপুজোর মিল, চতুর্থীতে চুটিয়ে অনুশীলন ইস্টবেঙ্গলে

দুরন্ত অভিষেক, এশিয়া কাপে প্রথমবার দুশোর গণ্ডি পেরোল টিম ইন্ডিয়া

'ভারতকে ছাড়া যাবে না,' হ্যারিস রউফকে বার্তা পাকিস্তানের ফ্যানের

ম্যাচের মধ্যেই উস্কানিমূলক অঙ্গভঙ্গি, হ্যারিস রউফকে ফাইন করল আইসিসি, সাহিবজাদা ফারহানের কী শাস্তি হল জানেন?

হ্যান্ডশেক বিতর্কের শুনানিতে মতামত দিলেন সূর্যকুমার, শুক্রবারই নেওয়া হতে পারে যাবতীয় সিদ্ধান্ত

জোড়া গোল মেসির, নিজে পেনাল্টি না নিয়ে ছেড়ে দিলেন সতীর্থকে

২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোহনবাগানের জন্য অপেক্ষা, তারপর শিল্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

অভিষেক শর্মা নন, এই তারকার হাতে ভারতের সাজঘরে তুলে দেওয়া হল বিরাট পুরস্কার

কেন এত ক্যাচ মিস করছে ভারত? শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই রহস্য ফাঁস করলেন বরুণ চক্রবর্তী

সপ্তাহে পেতেন এক হাজার টাকা! বিনিময়ে মহিলা প্রযোজকের সঙ্গী কী করার শর্ত সইফকে?

রেলের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের পাহার, দু'বছরে জমা ৬১ লাখের বেশি অভিযোগ! সবচেয়ে বেশি ক্ষোভ কীসে?

হাউজিং ফাইন্যান্স কোম্পানির হোম লোন: সুদের হার, ইএমআই ও তুলনা দেখে নিন

মহাকাশে দুর্লভ দৃশ্য: পাশাপাশি ছুটল দুটি ধূমকেতু

“কখনও পারমাণবিক বোমা তৈরি করবে না ইরান”: জাতিসংঘে ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১০% পর্যন্ত কমানোর ঘোষণা করল চীন

ষষ্ঠীতে হয় দেবীর বোধন, কেন দুর্গাপুজোয় রয়েছে এই নিয়ম? জানেন বোধনের কী বিশেষত্ব?

সলমন ঠিক কতটা প্রতিশোধপরায়ণ? ঐশ্বর্যকে নিয়ে 'টাইগার'-এর সঙ্গে ঝামেলার পর কীভাবে সবকিছু হারিয়েছিলেন? ফের বিস্ফোরক বিবেক!

আগরতলায় স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতি, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

সোনম হোক বা অমৃতপাল, কেন ঝামেলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারের পর শত শত কিলোমিটার দূরে নিয়ে রাখা হচ্ছে?

মহাকাশ থেকে ধরা দিল পৃথিবীর শিরা-উপশিরার ছবি, নজর কাড়ল সকলের

এক ফোঁটা অ্যালকোহলেও বিপদ? কতটা খেলে বাড়ে মারণ রোগের ঝুঁকি? পুজোয় দেদার মদ খাওয়ার আগে জেনে নেওয়া জরুরি

এক ফোঁটা অ্যালকোহলেও বিপদ? কতটা খেলে বাড়ে মারণ রোগের ঝুঁকি? পুজোয় দেদার মদ খাওয়ার আগে জেনে নেওয়া জরুরি

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ফাঁকা হয়ে গেল হল! শেয়ার ছেড়ে বেরিয়ে গেলেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা 

চুপিসারে নষ্ট হচ্ছে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা! রোজকার এই কয়েকটি অভ্যাসেই বাড়ছে ডিমেনশিয়ার ঝুঁকি

চিকিৎসকের পরামর্শ ছাড়াই আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন? সাবধান! অজান্তে হতে পারে শরীরের এই সব ভয়ঙ্কর ক্ষতি

‘তেরে নাম’-এর শুটিংয়ে ঐশ্বর্যর কোন স্মৃতিতে হাউহাউ করে কাঁদতেন সলমন? বিচ্ছেদ যন্ত্রণা নিয়েই দিতেন শট?

দিল্লির ৩৫ বছরের ব্যক্তির সঙ্গে ৬৫ বছরের মার্কিন মহিলার বিয়ে! বাবা মা বাড়ি ফিরতেই শুরু হল আসল 'নাটক' 

চালক ঘুমিয়ে পড়তেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, ঠাকুর দেখে ফেরার পথে মৃত এক, আহত আরও চার

সর্বসমক্ষে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছেন শাহবাজ শরিফ সহ গোটা পাকিস্তানকে, জানেন এই ভারতীয় মহিলার পরিচয়? 

‘ফোর্স ৩’-এ পুরনো ঝাঁঝ নিয়ে ফিরছেন জন, অভিনেতার সঙ্গে চুটিয়ে অ্যাকশন করবেন কোন বিখ্যাত দক্ষিণী নায়িকাকে?

জাতীয় পুরস্কার পেলেন রানি! তারপরেই বললেন ‘এটা খুবই অন্যায়’, কেন এমন উপলব্ধি বাঙালি নায়িকার

প্রয়াত বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট হাবিব আহমেদ! জুবিনের মৃত্যুর পর বিস্ফোরক ম্যানেজার, রইল বিনোদনের খুঁটিনাটি

সোশ্যাল মিডিয়া