আজকাল ওয়েবডেস্ক:‌ ভদোদরায় কিউয়িদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পায়ে চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। সিরিজের বাকি দুই ম্যাচ তিনি খেলতে পারবেন না। পরিবর্তে তরুণ ব্যাটার আয়ূষ বাদোনিকে দলে নেওয়া হয়েছে। আর এতেই রেগে লাল নেটিজেনরা। কেন অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হল না এই নিয়ে উঠেছে প্রশ্ন।


তাঁদের প্রশ্ন, ঘরোয়া ক্রিকেটে হতশ্রী পারফরম্যান্সের পরেও কোন যুক্তিতে জাতীয় দলে ডাক পান বাদোনি? তাঁদের দাবি গম্ভীরের ‘স্নেহধন্য’ বলেই বাদোনি সুযোগ পেলেন। 


এটা ঘটনা, নিউজিল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক। সেই রেশ কাটতে না কাটতেই চোটের কবলে টিম ইন্ডিয়ার আরও এক ক্রিকেটার। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই আঘাত এতটাই গুরুতর যে, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হয়েছে তারকা অলরাউন্ডারকে। তাঁর পরিবর্ত হিসাবে আগামী দু’টি ওয়ানডের জন্য স্কোয়াডে এসেছেন বাদোনি। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তই মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।


এটা ঘটনা, চলতি বিজয় হাজারে ট্রফিতে একেবারেই দাগ কাটতে পারেননি দিল্লির এই ব্যাটার। সবমিলিয়ে তিন ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। যদিও রঞ্জি ট্রফিতে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। রান পেয়েছেন দলীপ ট্রফিতেও। কিন্তু সাম্প্রতিক ফর্ম একেবারেই ভাল নয়। আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কারও দাবি, গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তখন থেকেই বাদোনিকে পছন্দ করতেন। তাই এখন জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে।


অনেকে আবার বলছেন, মাঝেমাঝে বল করলেও বাদোনি মূলত ব্যাটার। যেখানে অক্ষর প্যাটেলের মতো স্পিনার অলরাউন্ডার রয়েছেন, সেখানে সুন্দরের পরিবর্ত হিসাবে কেন বাদোনিকে বেছে নেওয়া হল? সেটার কারণ কি গম্ভীরের ব্যক্তিগত পছন্দ? ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, বাদোনি হয়তো জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্য কিন্তু সেটা আরও কয়েকদিন পরে। তাঁকে নিয়ে এত তাড়াহুড়োর কী দরকার বলে মনে করছেন নেটিজেনরা। 


প্রসঙ্গত, এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তরুণ ব্যাটার। লিস্ট এ ক্রিকেটে ২২ ইনিংসে করেছেন ৬৯৩ রান। নিয়েছেন ২২ উইকেট। এছাড়া ২০২৫ আইপিএলে ১১ ইনিংসে করেছিলেন ৩২৯ রান। তবুও বাদোনির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেই দিলেন নেটিজেনরা।