আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বোলিং বিভাগে রয়েছে রক্তাল্পতা। বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী কিউয়িদের বোলিং নিয়ে কটাক্ষ করলেন। সাফ জানিয়ে দিলেন, বাংলার বোলিং আক্রমণও কিউয়িদের থেকে বেশি শক্তিশালী।
বিরাট কোহলির দুরন্ত ৯৩-এর সৌজন্যে ভারত ভদোদরায় হারিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গিয়েছে ১-০-এ। কিউয়ি পেসাররা ভারতের ব্যাটারদের বেগ দিতে পারেননি। উল্লেখ্য নিউজিল্যান্ড দলের হয়ে খেলছেন না কাইল জ্যামিসন। কিউয়ি বোলারদের রক্তাল্পতা দেখার পরে শ্রীবৎস গোস্বামী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ভারতীয় ব্যাটারদের কোনও চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি। নিউজিল্যান্ড যথেষ্ট ভাল দল। কিন্তু বাংলার ঘরোয়া বোলিং লাইন আপ এই নিউজিল্যান্ডের বোলিংয়ের থেকে বেশি শক্তিশালী।''
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবথেকে অভিজ্ঞ ব্রেসওয়েল। ৪০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ভারতীয়রা নিউজিল্যান্ডকে ৩০০ রানে আটকে রেখেছিল। ভারত চার উইকেটে ম্যাচ জিতে নেয়। সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
একদিনের ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসাবে একটি নজির গড়েছে টিম ইন্ডিয়া। অন্য দিকে, গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর টানা ন’টি একদিনের ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। তারপর রবিবার প্রথম হারতে হল কিউয়িদের। একদিনের ক্রিকেটে ২০ বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতল ভারত। আর কোনও দলের এমন কৃতিত্ব নেই।
বিশ্বের প্রথম দল হিসাবে ২০টি ম্যাচে ৩০০ বা তার বেশি রান সফল ভাবে তাড়া করল ভারত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তারা ১৫টি একদিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান সফল ভাবে তাড়া করেছে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১৪ বার তারা এমন সাফল্য পেয়েছে। পাকিস্তান ১২ বার এক দিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান তাড়া করে সফল হয়েছে। তালিকায় চতুর্থ স্থানে পাকিস্তান। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। দু’দলই এক দিনের ক্রিকেটে ১১ বার সাফল্যের সঙ্গে ৩০০ বা তার বেশি রান তাড়া করেছে। বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রাজকোটে।
