আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপ ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। প্রসঙ্গত, এশিয়া কাপে এই প্রথম ভারত–পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবারের টুর্নামেন্টে দু’‌বারের সাক্ষাতে দু’‌বারই সহজ জয় পেয়েছে ভারত। কিন্তু নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বোলিংয়ের ফাঁকফোকর বেরিয়ে গেছে। ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ পড়ছে। তার উপর ফাইনালের আগে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার চোট চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে।


এই পরিস্থিতিতে মাইক হেসন বলেছেন, ‘‌এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটায় আমরা অনেক উন্নতি করেছিলাম। অন্তত প্রথম ম্যাচের তুলনায়। প্রথম ম্যাচে আমরাই ভারতকে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছিলাম।’‌ এরপরই হেসনের সংযোজন, ‘‌দ্বিতীয় ম্যাচে আমরা যথেষ্ট ভাল খেলেছি। কিন্তু অভিষেক শর্মার ইনিংসটাই আমাদের হারিয়ে দেয়। আর এবার ফের একবার সুযোগ এসেছে। ফাইনাল জেতার ক্ষমতা রাখি আমরা।’‌


দলের ক্রিকেটারদের জন্য বার্তাও দিয়েছেন হেসন। বলেছেন, ‘‌খেলায় ফোকাস রাখো। ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করো। চাপের ম্যাচে চাপটা রাখতেই হবে।’‌ তিনি আরও বলেছেন, ‘‌ক্রিকেটারদের সেই যোগ্যতা আছে। ভারত অন্যতম সেরা দল। ওদেরকে চাপে রাখাটাই হবে আমাদের চ্যালেঞ্জ।’‌ 

তবে এটা ঘটনা, ফাইনালের আগে চাপে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়া।


এটা ঘটনা, আমিরশাহির গরম। সঙ্গে আর্দ্রতা। চরম অস্বস্তিকর আবহাওয়ায় প্রায় প্রতি দু’দিনে একটি করে ম্যাচ খেলতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের চোট আঘাত জনিত সমস্যার আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কাই সত্যি হল শুক্রবার। কার্যত নিরর্থক নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়লেন ভারতীয় দলের মহাগুরুত্বপূর্ণ দুই তারকা। 

 

আরও পড়ুন:‌ বুমরাকে কটাক্ষ করে শেষে নিজেই ঢোঁক গিললেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ...

এক জন হার্দিক পাণ্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার। বুমরার সঙ্গে এশিয়া কাপে তিনিই দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন হার্দিক। সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি। আর একজন অভিষেক শর্মা। টুর্নামেন্টে সেরা ফর্মে থাকা ব্যাটার। তিনিও ফিল্ডিং করার সময় নবম ওভারে পেশিতে টান নিয়ে মাঠ ছাড়েন। তিনিও আর মাঠে ফেরেননি। ডাগআউটে তাঁদের দেখা যায় হ্যামস্ট্রিংয়ে বরফ লাগিয়ে বসে রয়েছেন। দুই মহাগুরুত্বপূর্ণ তারকার চোট স্বাভাবিকভাবেই প্রশ্নে রাখবে ভারতীয় শিবিরকে।

ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও যে ভারতীয় শিবিরকে বিশেষ আশ্বস্ত করে গেলেন, তেমন নয়। বিশেষ করে হার্দিককে নিয়ে তিনি যেটা বললেন, সেটা বেশ উদ্বেগের। মর্কেল বলছেন, ‘‌দু’‌জনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছে। হার্দিককে নিয়ে আমরা শুক্রবার ও শনিবার ওঁর পরিস্থিতি বুঝব। তারপর ওকে ফাইনালে খেলানো নিয়ে সিদ্ধান্ত। তবে অভিষেক ঠিক আছে।’‌ অর্থাৎ হার্দিক আদৌ রবিবার খেলবেন কিনা নিশ্চিত নন ভারতীয় দলের কোচ।

মর্কেল সাফ জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। শনিবার ভারতীয় দলের অনুশীলনও বাতিল করা হয়েছে। রাখা হয়েছে ঐচ্ছিক পুল সেশন। ক্রিকেটাররা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।