আজকাল ওয়েবডেস্ক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে সোমবার। জানা গিয়েছে, প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দু শাতলেতে এদিন ভারতীয় সময় মধ্যরাত রাত ১২.৩০ নাগাদ শুরু হবে অনুষ্ঠান। এবারের মরশুমে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিন তারকা। রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি, লা লিগা জয়ী বার্সেলোনা, গত মরশুমে সুপার কাপ জয়ী রিয়াল মাদ্রিদের এমবাপে, ভিনিসিয়াসরাও তালিকায় রয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক এবারের ব্যালন ডি অর অনুষ্ঠানে হেভিওয়েটদের তালিকা।

উসমান ডেম্বেলে (পিএসজি): ইনজুরি সমস্যাকে পেছনে ফেলে দারুণ প্রত্যাবর্তন করেছেন ডেম্বেলে। ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্টের মাধ্যমে পিএসজিকে এনে দিয়েছেন ঐতিহাসিক কোয়াড্রপল। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ১, কুপ দ্য ফ্রঁস এবং ট্রফি দে শঁপিয়ঁ। বড় ম্যাচে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে এগিয়ে রাখছে।

রাফিনহা (বার্সেলোনা): ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্টে বার্সেলোনার ট্রেবল জয়ের অন্যতম ভরসা তিনি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকতা দেখিয়েছেন, দলে হয়ে উঠেছেন অটল আক্রমণভাগের মুখ।

লামিনে ইয়ামাল (বার্সেলোনা): মাত্র ১৭ বছর বয়সে রেকর্ড ভেঙে ফেলা তারকা। গত মরশুমে ১৯ গোল ও ২৬ অ্যাসিস্ট, স্পেনের ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, পাশাপাশি নেশনস লিগে রানার্স-আপ। অল্প বয়সে দুর্দান্ত প্রতিভা এবং একাধিক রেকর্ড গড়ার কারণে তিনি রয়েছেন আলোচনার কেন্দ্রে।

মহম্মদ সালাহ (লিভারপুল): যদিও সেরা তিনে নেই, তবুও তাঁকে একেবারে উপেক্ষা করা যাচ্ছে না। ৩৩ বছর বয়সী এই তারকা প্রিমিয়ার লিগে ২৯ গোল করে শীর্ষ গোলদাতা হন এবং লিভারপুলকে এনে দেন তাদের ২০তম লিগ শিরোপা। অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আলোচনায় রেখেছে।

তবে পিএসজি তারকা উসমান ডেম্বেলে হয়তো থাকতে পারবেন না ব্যালন ডি অর অনুষ্ঠানে। কারণ পিএসজির লিগ ওয়ানের ম্যাাচ সরিয়ে আনা হয়েছে মার্সেইয়ের বিরুদ্ধে। অন্যদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ গত বছরের মতো এবারও নাকি অনুষ্ঠান বর্জন করতে পারে। যদিও মনোনীত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে।

ভারতে ফুটবলপ্রেমীরা সোনি স্পোর্টস নেটওয়ার্কে ব্যালন ডি অর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। এছাড়া সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভস্ট্রিমিং দেখা যাবে।