আজকাল ওয়েবডেস্ক: একজন যুক্তরাজ্যের ফুড ভ্লগারের ভিডিও ঘিরে তুমুল উত্তেজনা নেটমাধ্যমে। এক অদ্ভুত খাদ্য পরীক্ষার নতুন ভিডিও চমকে দিয়েছে নেটিজেনদের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই ভ্লগার কেএফসি-র জনপ্রিয় ঝাল ও মসলাদার জিনজার বার্গারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মিষ্টি ও রসালো জিলাপি। তাঁর লক্ষ্য ছিল একেবারে ভিন্নধর্মী এক স্বাদ অন্বেষণ করা। যেমন ঝাল ও মিষ্টির এক বিস্ময়কর মিশ্রণ।
ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রথমে তিনি একটি মিষ্টির দোকানে গিয়ে এক প্যাকেট জিলাপি কিনে আনেন। এরপর তিনি একটি কেএফসি আউটলেট থেকে কেনেন জিনজার বার্গার। নিজের গাড়ির ভেতরে বসে, ক্যামেরার সামনে তিনি জানান যে, এই অদ্ভুত খাবারের ধারণা তিনি কানাডার ক্যালগেরির একটি রেস্টুরেন্ট থেকে পেয়েছেন। সেখানে 'জালেবি বেবি ফ্রায়েড চিকেন স্যান্ডুইচ' (‘Jalebi Baby Fried Chicken Sandwich’) নামক একটি পদ পরিবেশন করা হয়। অবশেষে তিনি যখন সেই খাবারটি কোথাও খুঁজে পাননি, তখন নিজেই বানানোর সিদ্ধান্ত নেন।
বার্গারের মধ্যে জিলাপি রেখে প্রথম কামড়টি দেওয়ার পর, তাঁর প্রতিক্রিয়া চমকপ্রদ ছিল। তিনি বলেন, 'আপনি পাচ্ছেন জিলাপির মিষ্টি স্বাদ, সঙ্গে জিনজার বার্গারের লবণাক্ততা আর ক্রাঞ্চি ভাব। সবাই হয়তো ভাবছে আমি পাগল হয়ে গেছি, কিন্তু এটা আসলে দারুণ! এটা যেন একেবারে হানি-ফ্রাইড চিকেন বার্গারের স্বাদ দিচ্ছে। এই কম্বিনেশনটা অবিশ্বাস্য।'
 
 তবে তাঁর এই পরীক্ষাটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ একে সৃজনশীলতা হিসেবে দেখলেও, অধিকাংশ নেটিজেন বিষয়টি ভালোভাবে নেননি।
আরও পড়ুনঃ যাত্রীরা হতবাক! আচমকা ট্রেনের এমারজেন্সি চেন টেনে ট্রেন থামাল তরুণী, কারণ জানলে ভিরমি খাবেন
 
  
 
 এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'এটা সম্পূর্ণ ভুল। জিলাপির সঙ্গে এমন অবমাননা করা উচিৎ হয়নি।' আরেকজন মন্তব্য করে বলেন, 'খারাপ কম্বিনেশন। দুটো খাবারেরই অপমান।' 
আরও পড়ুনঃ জোর করে ধর্ম পরিবর্তন করে বিয়ে! বিবাহিত যুবতীর সঙ্গে যা করলেন যুবক, জানলে চমকে উঠবেন
কেউ কেউ ব্যঙ্গাত্মকভাবে লেখেন, 'তোমার একজন ডাক্তারের দরকার।' আরেকজন বলেন, 'প্লিজ কেএফসি বয়কট করুন।' এমনকী কেউ কেউ হতাশ হয়ে ভবিষ্যদ্বাণী করলেন, 'এরপর হয়তো গরুর পা আর কাঁকড়ার মিশ্রণ দেখতে হবে!'
সবমিলিয়ে, জিলাপি আর জিনজার বার্গারের এই অনন্য যুগলবন্দী নিয়ে নেট দুনিয়ায় চলছে জোর আলোচনা। এটি অনেকের চোখে ‘নোংরা’ মনে হলেও, কিছু মানুষ আবার নতুন স্বাদের সন্ধানে এমন চেষ্টা প্রশংসা করতেও দ্বিধা করেননি।
আপনি কি এই অদ্ভুত কিন্তু কৌতূহলজাগানিয়া বার্গারটি একবার চেখে দেখতে চাইবেন? শেষে প্রশ্ন ছোঁড়েন ভ্লগার
