আজকাল ওয়েবডেস্ক: এক চুমুতেই কারও মন চুরি করা যায়। চুম্বনের সঙ্গে কত সুখস্মৃতি জড়িয়ে মানুষের। কিন্তু জানেন কি, এক চুমুতেই থেমে যেতে হৃদস্পন্দন! মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে জীবন! ভাবছেন কীভাবে? রক্তখেকো 'কিসিং বাগ' ঘিরেই বর্তমানে আতঙ্কে থরথর করে কাঁপছে ক্যালিফোর্নিয়া। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। আমেরিকার ‘সেন্ট্রাল ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, ইতিমধ্যেই আমেরিকার ৩২টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে 'কিসিং বাগ'। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই এক লক্ষের বেশি মানুষ আক্রান্ত। 

 

কেমন দেখতে 'কিসিং বাগ'? 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পোকার গায়ের রং কালচে খয়েরি বা কালো। লাল, কমলা বা হলুদের ডোরা কাটাও থাকে। নিশ্চুপে মশার মতো কামড়ে দেয় এরা। যাদের বৈজ্ঞানিক নাম ট্রায়াটোমিন (Triatomine)। এরা মানুষ, পোষা প্রাণী ও বন্যপ্রাণীর রক্ত খায়। মুখ ও চোখের চারপাশে কামড়াতে পছন্দ করায় এদের নাম হয়েছে 'কিসিং বাগ'। 

 

আরও পড়ুন: নিরাপদ আশ্রয়! কোলে শিশু, তাকে নিয়েই ব্যস্ত রাস্তায় অটো চালাচ্ছেন বাবা, ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেনরা

 

কীভাবে 'কিসিং বাগ' রোগ ছড়ায়? 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের পোকা চামড়ার উপরে বসেই রক্ত টেনে নেয়। ছড়িয় দেয় জীবাণু। ত্বকের যে জায়গায় ছিদ্র করে রক্ত খাচ্ছে এই পোকা, ঠিক সেই অংশটি আর তার চারপাশের ত্বক ফুলে উঠে সেখানে লালচে র‌্যাশ ও ঘা হচ্ছে। চর্মরোগ হচ্ছে এর ফলে। এই পোকা কামড়ানোর পরেই হালকা জ্বর, মাথা যন্ত্রণা, হজমের গোলমাল, পেটে ব্যথা, বমি ভাব, সারা গায়ে র‌্যাশ, চোখ ফুলে উঠে লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। কখনও কখনও হার্টের সমস্যাও দেখা দিয়েছে। অনেকেরই অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দেখা গেছে। 'কিসিং বাগ' পোকার থেকে ‘ট্রাইপানোসোমা ক্রুজ়ি’ নামে এক ধরনের পরজীবীর সংক্রমণও ঘটছে। আমেরিকায় পাওয়া 'কিসিং বাগ'গুলোর প্রায় ৫৫ শতাংশের শরীরেই এ পরজীবী থাকে।

 

চাগাস রোগ বিশেষজ্ঞ ও মহামারিবিদ নরমান বিটি জানিয়েছেন, 'এই রোগ বহু দশক ধরে লাতিন আমেরিকায় অবহেলিত অবস্থায় আছে। কিন্তু এখন এটা আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে।' বিজ্ঞানীরা বলছেন, সিডিসি (CDC) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) যুক্তরাষ্ট্রেও এ রোগকে স্থানীয় বা এনডেমিক রোগ হিসেবে ঘোষণা করা উচিত। 'কিসিং বাগ' মূলত মেক্সিকো ও মধ্য ও দক্ষিণ আমেরিকার আরও ২১টি দেশে সাধারণভাবে পাওয়া যায়। সেখানে এগুলোকে স্থানীয় (এনডেমিক) পোকা ধরা হয়, অর্থাৎ সবসময়ই থাকে। 

 

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে আমেরিকায় আনুমানিক ৩ লক্ষ মানুষ এ রোগে আক্রান্ত। আগে বেশিরভাগ সংক্রমণ দক্ষিণাঞ্চলে দেখা গেলেও, এখন ধীরে ধীরে উত্তর দিকেও ছড়িয়ে পড়ছে। কোথা থেকে আসছে এই পোকা? তা এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। বিশেষজ্ঞদের অনুমান, ইঁদুর জাতীয় প্রাণী, আর্মাডিলো থেকে এই পোকার সংক্রমণ ঘটছে। গর্ভবতীরা এই রোগে আক্রান্ত হলে, শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার রক্তের মাধ্যমেও ছড়াতে পারে অন্যের শরীরে। দ্রুত যথাযথ চিকিৎসার আওতায় না এলে, বড়সড় বিপদ ঘটতে পারে।