আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের নানা প্রান্ত ভিন্ন ভিন্ন কিছু জিনিসের জন্য বিখ্যাত। যেমন কোথাও প্রাকৃতিক সৌন্দর্য, কোথাও বিপ্লবের জন্য, কোনও খাবারের জন্য, আবার কোথাও পোশাকের জন্য। সবকিছু চাক্ষুষ করার জন্য দূরদূরান্ত থেকে ছুটেও যান পর্যটকরা। যে অভিজ্ঞতা ভুলতে পারেন না আজীবন। কিন্তু জানেন কি, বিশ্বে এমন এক দেশ আছে, যেখানে স্ত্রীকে ভাড়া দেওয়া হয় পর্যটকদের কাছে!
শুনে চমকে উঠছেন? এই দেশে এটাই কয়েক দশকের পুরনো রীতি। পর্যটকদের কাছে স্ত্রীদের ভাড়া দেওয়া হয়। পছন্দের কোনও তরুণীর সঙ্গে যত ইচ্ছে সময় কাটানোর সুযোগ রয়েছে। যদিও তার জন্য টাকা দিতে হবে। কিন্তু পছন্দের তরুণীর সঙ্গে সময় কাটিয়ে যদি প্রেমে পড়ে যান, তাহলে বিয়ে করার সুযোগও রয়েছে। জানেন কোন দেশে এমন নিয়ম রয়েছে?
সাউথ ইস্ট এশিয়ার ছবির মতো সুন্দর দেশ থাইল্যান্ড। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য, রাতের জাঁকজমক, সবকিছুই পর্যটকদের নজর কাড়ে। এমনকী থাইল্যান্ড ভ্রমণ এখন অনেকেরই বাজেটের মধ্যেও চলে এসেছে। তাই যেকোনও মরশুমে থাইল্যান্ডে ভিড় জমে কয়েক লক্ষ পর্যটকের। বারো মাস জমজমাট থাকে থাইল্যান্ড।
এই থাইল্যান্ডেই রয়েছে এমন অদ্ভুত রীতি। যা দশকের পর দশক জারি রয়েছে। এই দেশেই স্ত্রীদের ভাড়া পাওয়া যায়। টাকা দিয়ে পছন্দের তরুণীর সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে। পছন্দ হলে তবেই বিয়ের কথাবার্তা বলতে পারেন। থাইল্যান্ডের এই রীতি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। যা শুনে রীতিমতো চমকে গেছেন অনেকেই। আবার কেউ কেউ জানিয়েছেন, এই অভিজ্ঞতা অনেকেরই রয়েছে।
আরও পড়ুন: ফের রেকর্ড ছুঁল সোনার দাম, উৎসবের মরশুমের আগে কলকাতায় ২২ ক্যারাটের দর কত হল?
থাইল্যান্ডের কোথায় এই রীতি চালু রয়েছে? জানা গেছে, থাইল্যান্ডের পাটায়ায় এই রীতি সবচেয়ে বেশি জনপ্রিয়। যা স্থানীয়রা 'ব্ল্যাক পার্ল' বলেন। কী এই রীতি? অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় স্ত্রীর মতো থাকবেন একজন তরুণী। স্ত্রীরা সাধারণত যেমন দায়িত্ব পালন করেন, সেই সব কিছুই পুরুষ পর্যটকদের সঙ্গে করবেন এই সময়ে। যেমন, তাঁদের জন্য রান্না করা, ঘুরতে যাওয়া, একান্তে সময় কাটানো, যৌনতায় লিপ্ত হওয়া। এটি আদতেই একটি চুক্তির মতো। নির্দিষ্ট সময়ে অর্থের বিনিময়ে দায়িত্ব পালন করা। এটি আইনি বিয়ের পর্যায়ে পড়ে না। এই রীতিতে পাটায়া বহু তরুণী আকৃষ্ট হয়ে পড়েন। ধীরে ধীরে যা ব্যবসার পর্যায়ে পৌঁছে যায়। বর্তমানে তা অত্যন্ত জনপ্রিয়।
লেখক লেভার্ট এ ইমানুয়েলের লেখা 'থাই ট্যাবু- দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মর্ডান সোসাইটি' বিয়ে পাটায়ার স্থানীয় তরুণীদের এই জীবিকার বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। লেখক জানিয়েছেন, এক দরিদ্র পরিবারের মেয়ে শুধুমাত্র দুবেলা খাবার জোগাড়ের জন্য, পরিবারের পাশে থাকার এই জীবিকা বেছে নিয়েছেন। পানশালা, নাইটক্লাবে সাধারণত কাজ করেন। সেখানেই বিদেশি পর্যটকদের সঙ্গে দেখা করে এমন চুক্তি করেন।
কত টাকা পান? জানা গেছে, স্ত্রীর মতো কয়েক ঘণ্টা থাকার জন্য যে টাকা পাবেন, তার জন্য কিছু বিশেষ গুণের প্রয়োজন। তরুণীর বয়স কত, শিক্ষাগত যোগ্যতা, বাহ্যিক সৌন্দর্য নির্ভর করে। কেউ কেউ কিছুদিনের জন্য চুক্তি করেন, কেউ আবার কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ হন। এর জন্য কত টাকা উপার্জন করেন তরুণীরা। জানা গেছে, এই ধরনের চুক্তির জন্য ভারতীয় মুদ্রায় ১.৩ লক্ষ টাকা থেকে ৯৬ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন তাঁরা।
