আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর। ২০২৬ সালে। সোমবার ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লুএফ) ঘোষণা করেছে, ২০২৬ সালের আগস্ট মাসে ভারতে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ব্যাডমিন্টন চাম্পিয়ানশিপ।


শেষবার ২০০৯ সালে ভারতে হায়দরাবাদ শহরে আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তারপর কেটে গিয়েছে ১৭ বছর। ফের ২০২৬ সালে এই মেগা টুর্নামেন্টের আসর বসবে ভারতে। আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লিকে। চলতি বছরে প্যারিসে বসেছিল ব্যাডমিন্টনের সর্বোচ্চ টুর্নামেন্ট। প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন বিডব্লুএফ প্রেসিডেন্ট খুনিয়িং পাতামা লিস্বাদত্রাকুল এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র। তখনই আগামী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর ভারতে বসার কথা ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন:‌ গফকে হারিয়ে চমক ওসাকার, শেষ আটে জোকারের সামনে ফ্রিৎজ


আগামী বছরের আয়োজক দেশ হিসাবে ভারতকে বেছে নেওয়ায় দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচরা উল্লসিত। এই বিষয়ে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র বলেন, ‘‌আমরা আশ্বস্ত করছি, ভারত এই টুর্নামেন্টের আয়োজনে কোনও খামতি রাখবে না। প্যারিসে যেভাবে নিপুণ দক্ষতা ও বর্ণাঢ্য ভাবে আয়োজিত হয়েছে এই মেগা ইভেন্ট, সেই ধারা বহন করবে ভারতও। দিল্লিতে ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানানোর জন্য আমরা তৈরি।’‌


প্রসঙ্গত, চলতি বছরে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক জিতেছে ভারত। এর মধ্যে একাই পাঁচটি পদক জিতেছেন পিভি সিন্ধু। দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচরা মনে করছেন, ভারতের উঠতি প্রজন্মের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ চেনা পরিবেশে, সমর্থকদের সামনে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারা।

আরও পড়ুন:‌ কোহলি, হার্দিক নন, ভারতের সবথেকে স্টাইলিশ এই ক্রিকেটার, চমকে দেওয়ার মতো নাম নিলেন গৌতম গম্ভীর...