আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্প দূরে ঠেলতেই ভারতকে কাছে টানতে চেষ্টার কসুর করছে না চীন। ফের আমেরিকা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। আমেরিকাকে "একজন উৎপীড়ক" আখ্যা দিয়ে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন যে, আমেরিকা দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে উপকৃত হয়েছে। কিন্তু এখন দর কষাকষির জন্য শুল্ক ব্যবহার করছে। তাঁর ঘোষণা, আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং চীন এই পদক্ষেপের দৃঢ় বিরোধিতা করেছে। তিনি আরও যোগ করেছেন যে, নীরব থাকা কেবল উৎপীড়কেই উৎসাহিত করবে। জোর দিয়ে বলেছেন যে, চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে।

ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং বলেছেন, "আমেরিকা দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে উপকৃত হয়েছে। কিন্তু এখন দর কষাকষির জন্য শুল্ক ব্যবহার করে। আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে। নীরবতা কেবল ধর্ষককেই উৎসাহিত করে। চীন দৃঢ়ভাবে ভারতের সঙ্গে থাকবে।" 

আরও পড়ুন-  উৎসবের মরশুমে চলবে ১২ হাজার বিশেষ ট্রেন! পুজোর আগেই বিরাট ঘোষণা রেলের, রইল বিস্তারিত তথ্য

ভারতীয় পণ্যের জন্য চীনা বাজার উন্মুক্ত করার বিষয়ে কথা বলতে গিয়ে ফেইহং বলেন যে, উভয় দেশ একে অপরের বাজারে পণ্য বিনিময়ের মাধ্যমে অনেক উন্নতি করতে পারে। তাঁর কথায়, "চীনা বাজারে আরও ভারতীয় পণ্য প্রবেশের জন্য আমরা স্বাগত জানাব। তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার এবং জৈব চিকিৎসা ক্ষেত্রে ভারতের প্রতিযোগিতামূলক অগ্রগতি রয়েছে, অন্যদিকে ইলেকট্রনিক উৎপাদন, পরিকাঠামো নির্মাণ এবং নতুন শক্তির ক্ষেত্রে চীনের দ্রুত সম্প্রসারণ লক্ষ্যনীয়।" 

মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচিত ভারতীয় পণ্য আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে ২৫ শতাংশ বাণিজ্য শুল্ক এবং রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে। 

অতিরিক্ত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।