আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য ব্যাটিং গ্লেন ম্যাক্সওয়েলের। তাঁর ব্যাট কথা বলে উঠল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ম্যাড ম্যাক্সের অপরাজিত হাফ সেঞ্চুরি অজিদের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জিতে নিতে সাহায্য করে।
৩৬ বলে ৬২ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ১৭৩ রান তাড়া করতে নেমে অজিরা এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়।
১৮ ওভারের শেষে রান এ বল পরিস্থিতি ছিল অজিদের। ক্রিজে ছিলেন ম্যাক্সওয়েল। শেষ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। বল করতে আসছিলেন লুঙ্গি এনগিডি। প্রথম চারটি বল থেকে ম্যাক্সওয়েল নিয়েছিলেন ৬ রান। তার পরে রিভার্স সুইপ মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ম্যাড ম্যাক্স।
দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই চাপটা বুঝতে দেননি ম্যাক্সওয়েল। অন্য প্রান্ত থেকে উইকেট পড়লেও ম্যাড ম্যাক্স কিন্তু হাল ছাড়েননি। ম্যাক্সওয়েল ছাড়াও অজিদের ইনিংসে অধিনায়ক মিচেল মার্শ ৫৪ রান করেন।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই পরিকল্পনা স্থির হয়ে গিয়েছে তাদের। কারা ওপেন করবেন, তা এখনই ঠিক করা হয়ে গিয়েছে। ওপেনিং জুটিতে কোনও রকম পরিবর্তন করা হবে না। একপ্রকার জানিয়েই দিয়েছে ব্যাগি গ্রিনরা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়ক স্বয়ং জানিয়েছেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত ওপেনার হিসাবে ট্র্যাভিস হেডের জায়গা নিশ্চিত। তাঁর সঙ্গে ওপেন করবেন মার্শ নিজে। এই জুটির পিছনে রয়েছে তাঁদের বোঝাপড়া, তাঁদের তালমিল। সেই কারণেই যে দুই তারকা শুরুতে ওপেন করবেন, তা জানিয়েছেন অধিনায়ক।
মার্শ বলেছেন, ''আমি আর হেড ইনিংস শুরু করব। আমরা দু’জনে একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের সম্পর্কও দারুণ। তাই আমরাই শুরু করব।’' হেড ভয়ঙ্কর ব্যাটসম্যান। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে একাই ভারতের মুখে গ্রাস কেড়ে নিয়েছিলেন। সেই তিনি বাঁ হাতি ব্যাটার। আবার মার্শ ডান হাতি। ফলে বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন বজায় থাকবে। আর এই কম্বিনেশন থাকলে প্রতিপক্ষ বোলারেরও সমস্যা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই দু'জন আগে কখনও একসঙ্গে ওপেন করেননি। ওয়ানডে-তে অবশ্য পার্টনারশিপ গড়ার অভিজ্ঞতা রয়েছে দু'জনের। সেটাই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে কাজে লাগাতে চাইছেন।
প্রোটিয়াদের বিরুদ্ধেও অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেন মার্শ ও হেড। দু'জনে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু শেষটা মন জিতে নেন ম্যাক্সওয়েল। শেষ ৫৩ রানের মধ্যে ৪৬ রান ম্যাক্সওয়েলের। ৮ উইকেট হারিয়ে দরকারি রান তুলে নেয় অজিরা।
