আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সম্প্রতি ছাদ ধসে মৃত একাধিক। শুক্রবার দিল্লির নিজামউদ্দিন এলাকায় ঘটনাটি ঘটেছে। সূত্রে জানা গিয়েছে, হুমায়ুনের সমাধির কাছে অবস্থিত দরগাহ শরিফ পাত্তে শাহ-এর একটি ভবনের ছাদ ধসে পড়ে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে একটি ঐতিহাসিক স্থান সংলগ্ন এলাকায়, যা ১৬শো শতকের একটি ধর্মীয় স্থাপনা। একইসঙ্গে এটি বিরাট উদ্যানসমূহ নিয়ে গঠিত একটি সংরক্ষিত প্রাচীন অঞ্চল। হুমায়ুনের সমাধি, একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুপরিচিত। পাশাপাশি এটি পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যও বটে। ঘটনা ঘিরে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে তাঁরা ছাদ ধসে পড়ার ঘটনায় একটি ফোনকল পান। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গিয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত হয়েছেন একাধিক৷ আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় এমস ট্রমা সেন্টার এবং এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকাজে দিল্লি ফায়ার সার্ভিস (DFS), দিল্লি পুলিশ, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF), এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) একসঙ্গে উদ্ধারকাজে অংশগ্রহণ করে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় থানার অফিসার এবং পুলিশ সদস্যরা পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর অল্প সময়ের মধ্যেই দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পৌঁছয় ঘটনাস্থলে। পাশাপাশি এনডিআরএফ-এর দলগুলোও সন্ধ্যার দিকে উদ্ধারকাজে যোগ দেয়। প্রায় সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলতে থাকে।

আরও পড়ুনঃ 'কাপড় খুলে তোকে নগ্ন করে দেব!' মহিলা ও ট্রাফিক পুলিশের মধ্যে যা হল, ভিডিও ভাইরাল হতেই হতবাক সবাই ...

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ঘটনার জেরে হুমায়ুনের সমাধির প্রধান গম্বুজ এই ধসে ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনাটি সমাধি চত্বরের পার্শ্ববর্তী একটি ছোট স্থাপনার অংশে ঘটেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, আট থেকে নয় জন ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছিল, তবে প্রবল চেষ্টা চালিয়ে কমপক্ষে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাম্প্রতিককালে ভারী বৃষ্টিপাতের কারণে গঠনতন্ত্র দুর্বল হয়ে পড়ে থাকতে পারে। মূলত এটি'ই এই ভয়াবহ ধসের কারণ হিসেবে দাঁড়িয়েছে। তবে চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত করা হয়নি। আগা খান ট্রাস্ট ফর কালচারের (AKTC) রতীশ নন্দা, যিনি বহুদিন ধরে প্রত্নতত্ত্ব বিভাগ (ASI)-এর সঙ্গে মিলে এই স্থানের সংরক্ষণে কাজ করছেন, তিনি বলেন, 'হুমায়ুনের সমাধিতে কোনও ক্ষতি হয়নি। সমাধির কাছে একটি নতুন কাঠামো নির্মাণ করা হচ্ছিল, তারই একটি অংশ ধসে পড়েছে এবং কিছু অংশ হুমায়ুন সমাধির প্রাচীরের গায়েও লেগেছে।' 

আরও পড়ুনঃ জন্মদিনের কেক এ বিস্ফোরণ! আনন্দ মুহূর্তে বদলাল আতঙ্কে, সত্য ঘটনা জানলে ভিরমি খাবেন 

ঘটনার জেরে বর্তমানে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসায় পৌঁছে দেওয়ার জন্য দিল্লি ট্রাফিক বিশেষ ভূমিকা পালন করছে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পুলিশ রাস্তাগুলো পরিষ্কার রাখতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে যাতে অ্যাম্বুলেন্স চলাচলে কোনও সমস্যা না হয়।