আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে অনেকেই অনেক কথা বলে। সমালোচনাও কম হয় না। কিন্তু গৌতির ভূয়সী প্রশংসায় করুণ নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টে দলকে ক্রমাগত সাহস এবং সমর্থন যোগানোর জন্য টিম ইন্ডিয়ার হেড কোচের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যাখিত তারকা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া এই প্রথম বিদেশ সফরে যায় টিম ইন্ডিয়া। শুভমন গিলের মতো তরুণ অধিনায়কের কাঁধে দায়িত্ব ছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হার এবং বর্ডার-গাভাসকর‌ ট্রফি ১-৩ এ হারের পর ইংল্যান্ডের মাটিতে ২-২ ড্র কিছুটা স্বস্তি দেবে। 

সিরিজ শেষের পর টিম ইন্ডিয়ার হাড়ির খবর জানালেন করুণ নায়ার। দাবি করেন, প্রথম থেকেই লক্ষ্য ছিল ইংল্যান্ডের মাটিতে বেন স্টোকসদের হারানো। করুণ বলেন, 'আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল দল হিসেবে বিশেষ কিছু করার। প্রথম দিন থেকেই এই বার্তা আমাদের অনুপ্রাণিত করে। আমাদের সবার মধ্যে বিষয়টা ঢুকে যায়। সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। গৌতি ভাই আমাদের গোটা সিরিজে উৎসাহিত করেছে এবং সাহস যোগায়। আমাকে আত্মবিশ্বাস দেয়। যাতে আমি নেমে নিজের সেরাটা দিতে পারি। তাই মাঠে নেমে নিজের মতো খেলার চেষ্টা করেছি। যে পরিস্থিতিতেই নামি না কেন, দলের জন্য খেলা লক্ষ্য ছিল। যদিও আট বছর পর তাঁর প্রত্যাবর্তন উল্লেখযোগ্য হয়নি। ইংল্যান্ড সিরিজে ২০৫ রান করেন। গড় ২৫.৬২। মাত্র একটি অর্ধশতরান। 

বরাবরই বিতর্কিত চরিত্র গম্ভীর। ইংল্যান্ড সিরিজেও নিজেকে ঝামেলা থেকে দূরে রাখতে পারেননি। ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ টেস্টের দু'দিন আগে এই ঘটনা ঘটে। তার একদিন আগেই লন্ডনে পৌঁছয় টিম ইন্ডিয়া। মঙ্গলবার ভেন্যুতে প্রথম প্র্যাকটিস সেশন ছিল। কিন্তু ভারতীয় দলকে যে পরিকাঠামো দেওয়া হয় তাতে অসন্তুষ্ট ছিলেন গভীর। আলোচনা তর্কের পর্যায় পৌঁছে যায়। যাতে প্রচণ্ড চটে যান ভারতের হেড কোচ। গ্রাউন্ড স্টাফদের দিকে আঙুল তুলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। গম্ভীরকে বলতে শোনা যায়, 'তুমি বলতে পারো না আমাদের কী করতে হবে।' পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, হস্তক্ষেপ করেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। ভারতীয় কোচিং স্টাফের বাকি সদস্যরাও পরিস্থিতি সামাল দেয়। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকি দেয় ওভালের গ্রাউন্ড স্টাফ। তার উত্তরে গম্ভীর বলেন, 'তোমরা যাকে খুশি অভিযোগ করতে পারো। কিন্তু তুমি আমাদের বলতে পারো না আমাদের কী করতে হবে।' ওভালের পিচ বিতর্ককে ছাপিয়ে যায় গিলদের অনবদ্য জয়। এই টেস্ট জিততেই সিরিজ ২-২ করে ভারত। ভারতীয় ক্রিকেটে শুরু হয় নতুন যুগ।