আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে যোগী সরকার গঠনের পর থেকেই সেখানে নাম পরিবর্তনের ধারা চলছে। এবার গাজিয়াবাদ জেলার নাম পরিবর্তনের পথে যোগী সরকার। নতুন নাম কি হবে তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি তিনটি নাম স্থির করেছে। নামগুলি হল-গজ প্রস্থ, দুধেশ্বর নাথ নগর এবং হরনান্দিপুরম। এই তিনটি নামই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গাজিয়াবাদের মেয়র সুনীতা দয়াল জানিয়েছেন, প্রচুর মানুষ এই নাম পরিবর্তনের জন্য তাঁকে অনুরোধ করেছিলেন। এরপরই তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পেশ করেন। সেইমতো তিনটি নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই এই জেলার দুধেশ্বর নাথ মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত নারায়ণ গিরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রসঙ্গত, মুঘল সম্রাট আকবরের সময়ই এই জেলার নাম রাখা হয়েছিল গাজিয়াবাদ। এবার সেই নাম পরিবর্তন করতে মরিয়া যোগী সরকার।