বলিউডের অন্যতম ব্যস্ততম নায়িকা আলিয়া ভাট— যিনি সাধারণত মিডিয়ার সঙ্গে মিষ্টি হাসি মুখেই ফটো তুলতে অভ্যস্ত— এদিন সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন।কারণ? গোপনীয়তা ভঙ্গ করে ক্যামেরা হাতে একঝাঁক পাপারাজ্জির আচমকা তাঁর ব্যক্তিগত বিল্ডিং প্রাঙ্গণে প্রবেশ।
দিনটা ছিল আর পাঁচটা দিনের মতো একেবারেই সাধারণ। পিকলবল ম্যাচ খেলতে যাচ্ছিলেন আলিয়া। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে— তাঁর আবাসনের গেট পেরিয়ে ঢুকে পড়েছে পাপারাজ্জিদের দল। দেখামাত্রই সঙ্গে সঙ্গেই থামলেন অভিনেত্রী, মুখের হাসি মিলিয়ে গেল, বদলে এল তীক্ষ্ণ সতর্কতা। আলিয়ার তরফে শব্দে-শব্দে এল স্পষ্ট নির্দেশ— “এই গেট পেরিয়ে একদম ভিতরে ঢুকবেন না। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বেরোও, বেরোও বলছি!”
কিন্তু আশ্চর্যের বিষয়, এই কড়া সতর্কবার্তার পরও অনেকে থেকে গেলেন গেটের ভেতরেই। ফলে আলিয়াকে আরও একধাপ কড়া হতে হল— “ব্যক্তিগত জায়গা কী, সেটা বুঝুন, সম্মান করুন!”, বলেই সোজা অবাসনের ভিতরে চলে গেলেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by F I L M Y G Y A N (@filmygyan)
আলিয়ার এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের রায়— ‘পুরোটাই সঠিক পদক্ষেপ’। অনেকে আলিয়ার পক্ষে সরব হন। একজন লিখেছেন— “আরে ভাই, কোনও সোসাইটির ভিতরে যদি এইভাবে হইচই হয়, অভিযোগ করবেই। ঠিক করেছে।” আরও এক নেটিজেনের মন্তব্য— “মিডিয়ার উচিত সীমারেখা মেনে চলা। একদিন কারও ক্ষতি করবে, তখনই শিক্ষা হবে।”তৃতীয় জনের কটাক্ষ— “এত বিরক্ত করারও একটা সীমা আছে। একটু তো সাধারণ বোধটুকু থাকা উচিত!”
বিস্ময়করভাবে, এর কয়েক ঘণ্টা আগেই ছিল একেবারে ভিন্ন দৃশ্য— মা সোনি রাজদানের সঙ্গে হাত ধরে ‘ওয়ার ২’–এর স্ক্রিনিংয়ে হাজির আলিয়া, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ।ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও পোস্ট–ক্রেডিট দৃশ্য যেন বাজিমাত করল— যেখানে ববি দেওল এক কিশোরীর হাতে রহস্যময় প্রতীক আঁকছেন। গুঞ্জন— এই কিশোরীই ভবিষ্যতের ‘আলফা’, অর্থাৎ আলিয়ার চরিত্র।
‘আলফা’— মেন্টর থেকে শত্রুতে
ফ্যানদের ধারণা, আলফা হবে এক নারী-কেন্দ্রিক স্পাই থ্রিলার যেখানে মেন্টর ও শিক্ষার্থীর সম্পর্ক শেষ পর্যন্ত পৌঁছবে মারাত্মক সংঘর্ষে।আলিয়ার পাশাপাশি থাকবেন শর্বরী ওয়াঘ, আর এই ছবির গল্প বিস্তৃত হবে ওয়ার–পাঠান ইউনিভার্সের ভেতরে।
এখানেই শেষ নয়— সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'–এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। পাশাপাশি, নিজের প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’–এর তত্ত্বাবধানে নেটফ্লিক্সের জন্যও তৈরি করছেন নতুন এক চলচ্চিত্র, যেখানে তিনিই নায়িকা।
বলিউডের পর্দায় আলিয়ার তারকারাজি যত উজ্জ্বলই হোক, বৃহস্পতিবার বিকেলে বিল্ডিং গেটের সামনে তাঁর চোখে যে ঝড় দেখা গেল— সেটাও যে দীর্ঘদিন মনে থাকবে, তা বলাই যায়।