বলিউডের অন্যতম ব্যস্ততম নায়িকা আলিয়া ভাট— যিনি সাধারণত মিডিয়ার সঙ্গে মিষ্টি হাসি মুখেই ফটো তুলতে অভ্যস্ত— এদিন সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন।কারণ? গোপনীয়তা ভঙ্গ করে ক্যামেরা হাতে একঝাঁক পাপারাজ্জির আচমকা তাঁর ব্যক্তিগত বিল্ডিং প্রাঙ্গণে প্রবেশ।

 

দিনটা ছিল আর পাঁচটা দিনের মতো একেবারেই সাধারণ। পিকলবল ম্যাচ খেলতে যাচ্ছিলেন আলিয়া। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে— তাঁর আবাসনের গেট পেরিয়ে ঢুকে পড়েছে পাপারাজ্জিদের দল। দেখামাত্রই সঙ্গে সঙ্গেই থামলেন অভিনেত্রী, মুখের হাসি মিলিয়ে গেল, বদলে এল তীক্ষ্ণ সতর্কতা। আলিয়ার তরফে শব্দে-শব্দে এল স্পষ্ট নির্দেশ— “এই গেট পেরিয়ে একদম ভিতরে ঢুকবেন না। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বেরোও, বেরোও বলছি!”

 

 

কিন্তু আশ্চর্যের বিষয়, এই কড়া সতর্কবার্তার পরও অনেকে থেকে গেলেন গেটের ভেতরেই। ফলে আলিয়াকে আরও একধাপ কড়া হতে হল— “ব্যক্তিগত জায়গা কী, সেটা বুঝুন, সম্মান করুন!”, বলেই সোজা অবাসনের ভিতরে চলে গেলেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by F I L M Y G Y A N (@filmygyan)