আজকাল ওয়েবডেস্ক: চোট পিছু ছাড়ছে না আকাশদীপের। কুঁচকির চোটের জন্য দলীপ ট্রফির ম্যাচ থেকেও বাদ পড়লেন বাংলার এই পেসার। ইস্ট জোনের হয়ে খেলার কথা ছিল আকাশদীপের। যে দলের নেতৃত্বে ঈষান কিষান।
এটা ঘটনা, ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন আকাশদীপ। এজবাস্টন টেস্টে ১০ উইকেটও ছিল তাঁর। চতুর্থ টেস্টে অর্ধশতরানও করেছিলেন। কিন্তু কুঁচকির চোটের জন্য চতুর্থ টেস্ট খেলতে পারেননি তিনি। তবে চোট সারিয়ে ওভাল টেস্ট খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেছিলেন। ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ক্যারিবিয়ান ক্রিকেট নিয়ে চিন্তিত লারা, লয়েডরা সাফল্যের উপায় দিলেন বাতলে...
সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, চোট পাওয়া আকাশদীপকে বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সেলেন্সে যাওয়ার কথা বলা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।
এদিকে, আকাশদীপের পরিবর্তে ইস্ট জোন দলে নিয়েছে অসমের পেস বোলিং অলরাউন্ডার মুখতার হোসেন। ২৬ বছরের পেস বোলিং অলরাউন্ডার ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩২ উইকেট নিয়েছেন। ইনিংসে ছয় উইকেট আছে পাঁচ বার। ব্যাট হাতে ৬১ ইনিংসে রয়েছে ৫৮০ রান। রয়েছে একটি অর্ধশতরানও।
২৮ আগস্ট থেকে নর্থ জোনের বিরুদ্ধে খেলা ইস্ট জোনের। নর্থের অধিনায়ক শুভমন গিল। এদিকে, ইস্ট জোনের পেস আক্রমণে রয়েছেন মহম্মদ সামি, মুকেশ কুমাররা। ওয়েস্ট বিরুদ্ধের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এটাই নিজেদের প্রমাণের শেষ সুযোগ সামি, মুকেশের।
তবে এটা ঘটনা, ইংল্যান্ড সিরিজ প্রতিষ্ঠা দিয়েছে বাংলার পেসার আকাশদীপকে। এজবাস্টন টেস্টের দুই ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। ওভাল টেস্টে অর্ধশতরান করেছিলেন। দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন। সম্প্রতি দামি গাড়ি কিনেছেন। একেবারে প্রচারের আলোয় রয়েছেন টিম ইন্ডিয়ার এই পেসার।
তবে এটা ঘটনা, ভারতের ইংল্যান্ড সফরের আগে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। তাঁকে ছাড়াই খেলতে গিয়ে ২–২ সিরিজ ড্র করেছে ভারত। কোহলি থাকলে কি সিরিজ জিততে পারত টিম ইন্ডিয়া? তাঁর অভাব কি টের পেয়েছেন আকাশদীপ? বাংলার পেসার হাবেভাবে বুঝিয়ে দিলেন, তিনি কোহলির অভাব টের পাননি। তিনি ভবিষ্যতের দিকেই তাকাতে চান।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাশদীপ বলেছেন, ক্রিকেটে এক জনের পক্ষে জেতানো সম্ভব নয়। সকলকে ভাল খেলতে হয়। তাই আলাদা করে এক জনের কথা তিনি ভাবেন না তিনি। আকাশদীপ বলেছেন, ‘দেখুন, এটা দলগত খেলা। এক দিন তো আমিও এর অংশ থাকব না। আমার পরে অন্য কেউ আসবে। কিন্তু দলের পরিবেশ এক থাকবে। ক্রিকেট ১১ জনের খেলা। এক জনের নয়। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ কোনওভাবেই কোহলির অভাব তা হলে টের পাননি আকাশদীপ? পেসারের কথায়, ‘কোহলি ভাই কত বড় ক্রিকেটার তা সকলেই জানে। ভারতীয় দলকে ও নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওর সময়ে ভারতীয় দলের যে বিবর্তন হয়েছে তা সকলে দেখেছে। এখন শুভমনের সময়। অধিনায়ক হিসেবে ওর প্রথম সিরিজেই ও নজর কেড়েছে। সকলে ভাল খেলেছে। সেটাই সবচেয়ে বড় কথা। অন্য কিছু আমি ভাবতে চাই না।’
